বুধবার, ২০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বেঙ্গালুরুর জয়ের নায়ক হ্যাজেলউড
বেঙ্গালুরুর জয়ের নায়ক হ্যাজেলউড
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মঙ্গলবার (১৯ এপ্রিল) লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ১৮ রানের জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে লোকেশ রাহুলের দলের ইনিংস থামে ১৬৩ রানে। বল হাতে মাত্র ২৫ রান খরচায় ৪ উইকেট শিকার করে ম্যাচ জয়ের নায়ক অজি ফাস্ট বোলার জশ হ্যাজেলউড।
লখনৌর ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন ক্রুনাল পান্ডিয়া। এছাড়া অধিনায়ক লোকেশ রাহুল ৩০ ও স্টয়নিস ২৪ রানের ইনিংস খেলেন। তবে হ্যাজেলউডের বোলিং তোপে ব্যাট হাতে কেউই ক্রিজে আধিপত্য বিস্তার করতে না পারায় শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসে বেঙ্গালুরু।
এর আগে মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই কুইন্টন ডি ককের উইকেট হারায় লখনৌ। তিনি ৫ বলে ৩ রান করে হ্যাজেলউডের শিকার হন। এরপর দ্বিতীয় উইকেটে নামা মনিশ পান্ডেকেও সাজঘরে ফিরিয়ে লখনৌকে চাপে ফেলেন হ্যাজেলউড। পান্ডে ৮ বলে ৬ রান করেন। ধরে খেলার চেষ্টা করেও ক্রিজে স্থায়ী হতে পারেননি অধিনায়ক লোকেশ রাহুল।
সাজঘরে ফিরেছেন ২৪ বলে ৩০ রানের ইনিংস খেলে। ব্যাট হাতে অবশ্য এদিন জ্বলে ওঠেন ক্রুনাল পান্ডিয়া। ৫ চার ও ২ ছক্কার মারে ২৮ বলে খেলেন ৪২ রানের ইনিংস। তাকে সাজঘরে পাঠান গ্লেন ম্যাক্সওয়েল। এরপর দীপক হুডা ও আয়ুশ বাধোনি সমান ১৩ রানের ইনিংস খেলে বিদায় নেন। শেষদিকে মার্কাস স্টয়নিস ও জেসন হোল্ডার দলকে জয়ের বন্দরে পৌঁছে নিতে চেষ্টা করেন।
তবে ১৫ বলে ২৪ করা স্টয়নিসকে বোল্ড করে সাজঘরে ফিরিয়ে রাহুলদের জয়ের আশা ক্ষীণ করে দেন হ্যাজেলউড। হোল্ডার আউট হন ৯ বলে ১৬ রান করে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ১৬৩ রানে থামে তাদের ইনিংস। বেঙ্গালুরুর হয়ে হ্যাজেলউড ছাড়াও ২টি উইকেট শিকার করেন হার্শাল প্যাটেল। একটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ সিরাজ ও গ্লেন ম্যাক্সওয়েল।
এর আগে ডু প্লেসির ৯৬ রানের এক ঝড়ো ইনিংসে ভর করেই ৬ উইকেটে ১৮১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বেঙ্গালুরু। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বেঙ্গালুরু। ইনিংসের প্রথম ওভারে দুশমন্ত চামিরা পঞ্চম আর ষষ্ঠ বলে ফিরিয়ে দেন অনুজ রাওয়াত (৪) আর কোহলিকে (০)। এবারের আইপিএলে এখন পর্যন্ত ফিফটির দেখা পাননি কোহলি। ছয় ইনিংসে চারবার আউট হয়েছেন ১২ রানের মধ্যে।
এরপর গ্লেন ম্যাক্সওয়েল ঝড় তুললেও বেশিক্ষণ টিকতে পারেননি। ১১ বলে ২৩ রান করে সাজঘরের পথ ধরেন অজি অলরাউন্ডার। সুয়াশ প্রভুদেশাই ৯ বলে করেন ১০। ৬২ রানে ৪ উইকেট হারায় বেঙ্গালুরু। সেখান থেকে শাহবাজ আহমেদকে নিয়ে ৪৮ বলে ৭০ রানের জুটি গড়েন ডু প্লেসির। ১৬তম ওভারে দলীয় ১৩২ রানের মাথায় শাহবাজ ২২ বলে ২৬ করে রান আউটের কবলে পড়লে ভাঙে এই জুটি।
তবে ডু প্লেসি একদম শেষ পর্যন্ত দলকে টেনে নিয়ে গেছেন। ইনিংসের এক বল বাকি থাকতে তিনি আউট হন সেঞ্চুরির দ্বারপ্রান্তে এসে। ৬৪ বলে ১১ বাউন্ডারি আর ২ ছক্কায় ৯৬ রান করে জেসন হোল্ডারের শিকার হন প্রোটিয়া এই তারকা। লখনৌ বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন চামিরা ও জেসন হোল্ডার।