শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
N2N Online TV
মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » অবশেষে শপথ নিলেন শাহবাজের মন্ত্রিসভার সদস্যরা
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » অবশেষে শপথ নিলেন শাহবাজের মন্ত্রিসভার সদস্যরা
৩০৪ বার পঠিত
মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবশেষে শপথ নিলেন শাহবাজের মন্ত্রিসভার সদস্যরা

---

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শেহবাজ শরীফ দায়িত্ব নেওয়ার পর এক সপ্তাহ পার হলেও আটকে ছিল তার মন্ত্রিসভা গঠন। পরে প্রেসিডেন্ট আরিফ আলভীর অপারগতায় নতুন মন্ত্রীদের শপথ পাঠ নিয়ে সৃষ্টি হয় নাটকীয়তার।

তবে অনিশ্চয়তা কাটিয়ে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভার নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেছেন। পাকিস্তানের সিনেটের চেয়ারম্যান সাদিক সানজরানি মঙ্গলবার (১৯ এপ্রিল) তাদের শপথ পাঠ করান। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মঙ্গলবার শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এদিন মোট ৩১ জন ফেডারেল মন্ত্রী ও তিনজন প্রতিমন্ত্রী শপথগ্রহণ করেন।

প্রেসিডেন্ট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) থেকে ফেডারেল মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন খাজা মুহাম্মদ আসিফ, আহসান ইকবাল, রানা সানাউল্লাহ, সরদার আয়াজ সাদিক, রানা তানভীর হুসেন, খুররম দস্তগীর খান, মরিয়ম আওরঙ্গজেব, খাজা সাদ রফিক, মিফতাহ ইসমাইল, জাভেদ লতিফ, রিয়াজ হোসেন পীরজাদা, মুর্তজা জাভেদ আব্বাসী এবং আজম নাজির তারার।

অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) থেকে ফেডারেল মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ খুরশীদ শাহ, সৈয়দ নাভিদ কামার, শেরি রেহমান, আবদুল কাদির প্যাটেল, শাজিয়া মারি, সৈয়দ মুর্তজা মাহমুদ, সাজিদ হোসেন তুরি, এহসান উর রহমান মাজারি এবং আবিদ হোসেন।

এছাড়াও পাকিস্তানের নতুন ফেডারেল মন্ত্রীদের মধ্যে রয়েছেন- মুত্তাহিদা মজলিস-ই-আমলের আসাদ মাহমুদ, আবদুল ওয়াসাই ও আবদুল শাকুর। জমিয়তে উলেমা-ই-ইসলাম পাকিস্তানের সিনেটর মোহাম্মদ তালহা মাহমুদ, মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানের আমিনুল হক ও ফয়সাল সবজওয়ারি, বেলুচিস্তান আওয়ামী পার্টির মোহাম্মদ ইসরার তরিন, জামহুরি ওয়াতান পার্টির নবাবজাদা শাজাইন বুগতি এবং পাকিস্তান মুসলিম লীগ-কায়েদের তারিক বশির চিমা।

উল্লেখ্য, সোমবার পাকিস্তানের নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার কথা থাকলেও দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি বেঁকে বসেন। তিনি শপথ পড়াতে অস্বীকৃতি জানানোর পর মন্ত্রীদের শপথগ্রহণ পিছিয়ে দেওয়া হয়।

এই পরিস্থিতিতে মঙ্গলবার মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ান পাকিস্তানের সিনেটের চেয়ারম্যান সাদিক সানজরানি।



আর্কাইভ