মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » কাবুলে হাইস্কুলে ৩ বিস্ফোরণ, বহু হতাহত
কাবুলে হাইস্কুলে ৩ বিস্ফোরণ, বহু হতাহত
আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমে একটি হাইস্কুলে তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।
আফগান নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, বিস্ফোরণে বহু হতাহত হয়েছে।
সেখানকার বেশিরভাগ বাসিন্দা শিয়া হাজারা সম্প্রদায়ের অন্তর্গত। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু হওয়ার কারণে তারা প্রায়শই ইসলামিক স্টেটসহ (আইএস) সুন্নি সন্ত্রাসী গোষ্ঠীর হামলার শিকার হয়।
কাবুলের কমান্ডারের মুখপাত্র খালিদ জাদরান বলেন, হাইস্কুলের মধ্যে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকজন শিয়া অনুসারী হামলার শিকার হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং ১৪ জন আহত হয়েছে।
তাৎক্ষণিক কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
গত আগস্টে আফগানিস্তানের দায়িত্ব নেওয়া তালেবান জানিয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষক ও কর্মকর্তারা বলছেন, আফগানিস্তানে সন্ত্রাসী ও সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েই গেছে। জঙ্গিগোষ্ঠী আইএস বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে।