রবিবার, ১৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে ইউনাইটেডের স্বস্তির জয়
রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে ইউনাইটেডের স্বস্তির জয়
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যানচেস্টার ইউনাইটেডের বাজে পারফরম্যান্সের কারণে কয়েক দিন ধরে বেশ সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সব সমালোচনার জবাব মাঠে নেমেই দিলেন পর্তুগিজ স্ট্রাইকার। রোমাঞ্চকর লড়াইয়ে তার হ্যাটট্রিকে নরউইচ সিটিকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে দুই ধাপ উন্নতি করেছে ম্যানইউ।
ইপিএলে শনিবার (১৬ এপ্রিল) ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ৭, ৩২ ও ৭৬ মিনিটে গোল তিনটি করেন রোনালদো। অন্যদিকে নরউইচের হয়ে দুটি গোল করেন কিরন দোওয়েল ও তিমু পুক্কি।
প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের তলানিতে থাকা নরউইচ সিটি। তবে ম্যানইউ’র বর্তমানে যে অবস্থা, তাত কোনো দলকেই ছোট করে দেখার সুযোগ নেই। প্রতি ম্যাচেই তাদের হিসাব করতে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ভাগ্য। এমন সমীকরণে ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ শুরুর ৭ মিনিটেই দলকে লিড এনে দেন ৩৭ বছর বয়সী পর্তুগিজ তারকা। প্রতিপক্ষের ডি বক্সে বল নিয়ে ঢুকে রোনালদোর উদ্দেশে বল বাড়ান এলাঙ্গা। পজিশনে বল পেয়ে সুযোগ মিস করেননি রোনালদো।
ম্যাচের ৩২ মিনিটে নরউইচের জালে দ্বিতীয়বারের মতো বল জড়ান রোনালদো। এবার তাকে অ্যাসিস্ট করেন অ্যালেক্স তেলেস। বিরতির আগে ম্যানইউর জালে বল জড়িয়ে ব্যবধান কমান কিরন দোওয়েল। তবে তখনো লিডে থাকায় কিছুটা স্বস্তি ছিল রেড ডেভিলদের শিবিরে।
সে স্বস্তি ম্যাচের ৫২ মিনিটে কেড়ে নেন নরউইচের তিমু পুক্কি। সমতায় ফেরার সঙ্গে সঙ্গে আরেকবার হারের শঙ্কা জাগে ম্যান ইউশিবিরে। ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত অবশ্য মনে হচ্ছিল পয়েন্ট খোয়াতে যাচ্ছে রালফ রাংনিকের শিষ্যরা। কিন্তু অপ্রতিরোধ্য রোনালদো হার মানতে নারাজ। ম্যাচের ৭৬ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ানতিনি। হাত বাড়িয়ে বল গ্লাভস বন্দী করতে পারেননি নরউইচের গোলকিপার। শেষ লিড ধরে রেখে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।
এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে ওয়েস্ট হ্যাম ও আর্সেনালকে পেছনে ফেলে পাঁচে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৫৪।