রবিবার, ১৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » কক্সবাজারে অস্ত্র-গুলিসহ ৬ মানবপাচারকারী আটক
কক্সবাজারে অস্ত্র-গুলিসহ ৬ মানবপাচারকারী আটক
কক্সবাজারের বঙ্গোপসাগরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকা থেকে স্যাটেলাইট ফোন, অস্ত্র ও গুলিসহ সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাব।
র্যাব জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে নিম্ন-আয়ের বাংলাদেশি ও মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের উচ্চ বেতনে চাকরি আর বিভিন্ন পেশায় নিয়োজিত করার প্রলোভনে সাগর পথে মালয়েশিয়ায় পাচারের সঙ্গে জড়িত। যাত্রাপথে পাচারের শিকার ভুক্তভোগী নারীদের জোরপূর্বক ধর্ষণেরও অভিযোগ রয়েছে এসব পাচারকারীদের বিরুদ্ধে। আটকরা পাচারকাজ শেষে ফেরত আসার পথে র্যাবের অভিযানে ধরা পড়েছে।
শনিবার( ১৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নটির অতিরিক্ত অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ ইউসুফ।
আটককৃতরা হলেন- মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহী পাড়ার গোলাম কুদ্দুসের ছেলে মো. শাহজাহান (৩৭), কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা পূর্বপাড়ার নুর মোহাম্মদের ছেলে মো. পারভেজ (২৩) এবং একই এলাকার আমির হোসেনের ছেলে মো. আব্দুল মজিদ (২৭), ফজল করিমের ছেলে আমির মো. ফয়সাল (২৪), আমির হোসেনের ছেলে মো. শাকের (৩০) ও মো. মীর কাশেমের ছেলে মো. রফিক আলম (৩৫)।
মেজর শেখ মোহাম্মদ ইউসুফ বলেন, শনিবার ভোরে কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন ট্রলারসহ মানবপাচারকারী চক্রের লোকজন অবস্থান করছে খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। এতে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক লোকজন ট্রলারসহ গভীর সাগরে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে র্যাব সদস্যরা ট্রলারটি জব্দ করতে সক্ষম হয়।
এ সময় ট্রলারটি থেকে ৬ জন মানবপাচারকারীকে আটক করা হয়। পরে আটকদের দেহ ও ট্রলারটি তল্লাশি করে দেশীয় তৈরি ৩টি বন্দুক, ৪টি গুলি, ২টি রামদা, ১টি স্যাটেলাইট ফোন, ১টি কম্পাস, ১টি জিপিএস, পাচারের শিকার ভুক্তভোগীদের ফেলে যাওয়া ১৬টি মোবাইল ফোন, ১০টি সিমকার্ড, ১টি হাতঘড়ি ও নগদ ১ হাজার ২০০ টাকা পাওয়া যায়।
র্যাব জানিয়েছে, র্যাবের অভিযানে গত ১০ ফেব্রুয়ারি ৭ জন ভুক্তভোগী উদ্ধারসহ এক পাচারকারীকে আটক করে। এ ছাড়া গত ২৫ মার্চ ৫৮ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ২ পাচারকারীকে আটক করেছে।