শনিবার, ১৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ফরিদপুর | শিরোনাম » দোহারে প্রকল্প পরিদর্শনে সেনাপ্রধান ও সালমান এফ রহমান
দোহারে প্রকল্প পরিদর্শনে সেনাপ্রধান ও সালমান এফ রহমান
ঢাকার দোহারের মাঝিরচর-নারিশবাজার-মোকসেদপুর পদ্মা নদীর ড্রেজিং ও বাম তীর সংরক্ষণ প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ২০১৮ সালে শুরু হওয়া প্রকল্পের কাজ প্রায় ৫০ শতাংশ শেষ হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) ফরিদপুরের চরভদ্রাসনে এ পরিদর্শনে অংশ নেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা।
পদ্মার বুক চিরে দাঁড়িয়ে আছে বিশালাকার ড্রেজিং মেশিনগুলো। নদীর তলদেশ থেকে বালু কেটে নদীর গতিপথ পরিবর্তনের জন্য কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে আলাদা নৌ-চ্যানেল।
পদ্মার ভাঙন রোধে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকার দোহার উপজেলার মাঝিরচর থেকে নারিশা বাজার হয়ে মোকসেদপুর পর্যন্ত চলছে এ কর্মযজ্ঞ।
সালমান এফ রহমান বলেন, অনেকদিন থেকেই দোহারের সব থেকে বড় সমস্যা নদী ভাঙন। দোহারবাসীর একটাই দাবি ছিল, নদী ভাঙন থেকে যেন তারা রক্ষা পায়। আমাদের এ প্রকল্পটা সফলভাবে বাস্তবায়ন হচ্ছে এবং যথাসময়ের মধ্যে এটা শেষ যাবে।
সেনাবাহিনী প্রধান প্রকল্পের কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, আমি খুব খুশি যে, আমাদের যে সময়ের ভেতর কাজ শেষ করার দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি দেখলাম আমরা সে সময়ের মধ্যে এটা শেষ করতে পারব।
এরইমধ্যে ১২ দশমিক ২০ কিলোমিটার এলাকায় প্রায় ৫০ শতাংশ ড্রেজিংয়ের কাজ শেষ হয়েছে। এছাড়া ছয় কিলোমিটার এলাকায় জিওব্যাগ ডাম্পিং ও প্লেসিংয়ের মাধ্যমে দোহার এলাকাকে পদ্মার ভাঙন থেকে রক্ষা করা হয়েছে।
২০২৪ সালে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষের আশা বাংলাদেশ সেনাবাহিনীর।