শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
শনিবার, ১৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক
১৩৭ বার পঠিত
শনিবার, ১৬ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

---

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জালিয়ারদ্বীপ সংলগ্ন এলাকা থেকে ৮০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ এপ্রিল) রাত দেড়টার দিকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. কামাল হোসেন। তিনি মিয়ানমারের মংডুর বুথিডং এলাকার মৃত আব্দুল গফফারের ছেলে।

শনিবার (১৬ এপ্রিল) ভোরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য জানান।

তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবর পেয়ে রাত সোয়া ১টার দিকে বিজিবির একটি দল নাফ নদীতে অবস্থান নেয়। একপর্যায়ে মিয়ানমারের দিক থেকে শূন্যরেখা অতিক্রম করে দুজন ব্যক্তিকে বাংলাদেশের জলসীমায় আসতে দেখে বিজিবির সদস্যরা চ্যালেঞ্জ করেন। এ সময় একজনকে আটক করা সম্ভব হলেও অপরজন অন্ধকারে নদী সাঁতরে মিয়ানমারের জলসীমায় পালিয়ে যান।

পরে আটক ব্যক্তির সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আটক কামাল হোসেনকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।



আর্কাইভ