শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
শনিবার, ১৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » মুমূর্ষু শ্রীলঙ্কা আরও ঋণ খুঁজছে!
প্রথম পাতা » অর্থনীতি | আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » মুমূর্ষু শ্রীলঙ্কা আরও ঋণ খুঁজছে!
১২৮ বার পঠিত
শনিবার, ১৬ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুমূর্ষু শ্রীলঙ্কা আরও ঋণ খুঁজছে!

---

ঋণে জর্জরিত শ্রীলঙ্কা আরও ঋণ খুঁজছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৪০০ কোটি ডলার ঋণ সহায়তার জন্য আইএমএফসহ বেশ কয়েকটি সংস্থার দ্বারস্থ হতে যাচ্ছে দেশটির সরকার। এ নিয়ে দেনদরবার করতে শিগগিরই যুক্তরাষ্ট্র যাচ্ছে শ্রীলঙ্কার প্রতিনিধি দল।

অর্থনৈতিক দুর্দশায় বিপর্যস্ত শ্রীলঙ্কা। রাজনৈতিক অস্থিরতা চরমে। চলতি বছর ৮৬০ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধের কথা থাকলেও তা সম্ভব নয় বলে এরইমধ্যে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এ পরিস্থিতিতে উল্টো আরও ঋণ নেওয়ার পথ খুঁজছে দ্বীপরাষ্ট্রটি।

শনিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ৪০০ কোটি ডলার ঋণ সহায়তার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফসহ বেশ কয়েকটি সংস্থার দ্বারস্থ হতে যাচ্ছে দেশটির সরকার।

এরইমধ্যে আইএমএফ-এর সঙ্গে ১৮ এপ্রিল বৈঠক শুরুর কথা রয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার নতুন অর্থমন্ত্রী আলী সাবরি। বৈঠকে যত দ্রুত সম্ভব ঋণপ্রাপ্তির বিষয়ে জোর দেওয়া হবে বলেও জানান তিনি। সংকট কাটাতে চলতি বছরই ৩০০ থেকে ৪০০ কোটি ডলার সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সাবরি বলেন, যত দ্রুত সম্ভব ঋণের অর্থ ছাড় দিতে আবেদন করবে শ্রীলঙ্কা।

সবশেষ ২০১৬ সালে শ্রীলঙ্কাকে ১৫০ কোটি ডলার ঋণ সহায়তার অনুমোদন দিয়েছিল আইএমএফ। তবে ১৩০ কোটি ডলার ছাড়ের পর বাকিটা আটকে দেওয়া হয়।



আর্কাইভ