শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
শনিবার, ১৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার তীব্র নিন্দা
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার তীব্র নিন্দা
১৫৪ বার পঠিত
শনিবার, ১৬ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার তীব্র নিন্দা

---

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, জার্মানি, ফ্রান্স, ইতালিসহ বেশ কয়েকটি দেশ। গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ, ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন। অঞ্চলটিতে উসকানি বন্ধের আহ্বান জানিয়েছে সংস্থাগুলো

স্থানীয় সময় শুক্রবার অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে নামাজ পড়তে আসা ফিলিস্তিনিদের ঢুকতে বাধা দেয় ইসরাইলি বাহিনী। একপর্যায়ে জোরপূর্বক ইসরাইলি পুলিশ মসজিদে ঢুকে অভিযান শুরু করে। শুরু হয় দু’পক্ষের ব্যাপক সংঘর্ষ। শুক্রবার (১৫ এপ্রিল) সংঘটিত বর্বরোচিত এ হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।

রমজানের শুরু থেকেই আল-আকসা মসজিদসহ পুরো অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। গত কয়েক দিন ধরেই ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এরই ধারাবাহিকতায় আল-আকসা মসজিদে অভিযান চালানো হয়।
মসজিদের ভেতর নিরীহ মুসল্লিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার আরও কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এতে দেখা যায়, মসজিদে ভেতর অবস্থানরত মুসল্লিদের দিকে টিয়ার গ্যাস ও গ্রেনেড ছুড়ছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী। এসময় সেখানে ছুটোছুটি শুরু হয়।
আরও পড়ুন: নামাজ শেষ না হতেই আল-আকসায় হামলা, শতাধিক ফিলিস্তিনি আহত।

বেশ কয়েকটি দরজা দিয়ে প্রবেশ করে মসজিদের আঙিনায় হামলা চালায় ইসরাইলি বাহিনী। পরে ছাদে উঠে মসজিদের উপাসকদের ওপরেও গুলি চালায়। এ ছাড়া আহতদের চিকিৎসার জন্য আসা চিকিৎসকদের সেখানে যেতে বাধাও দেয় তারা। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, অন্তত ১০০ জনকে মসজিদ থেকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ইইউর ১৮ কূটনীতিককে বহিষ্কার করে প্রতিশোধ নিল মস্কো

পূর্ব জেরুজালেম এলাকাটি মুসলিম এবং ইহুদি উভয় ধর্মের কাছেই অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচিত। প্রায়ই ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে বড় সংঘাতের শুরু হয় এখান থেকে।

এদিকে, আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, জার্মানি, ফ্রান্স, ইতালিসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ। শুক্রবার এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আল আকসায় হামলা চালিয়ে আন্তর্জাতিক শান্তি চুক্তিকে লঙ্ঘন করেছে ইসরাইল।
অন্যদিকে আল আকসায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং ওআইসি। অঞ্চলটিতে শান্তি ও স্থীতিশীলতা ফেরাতে রাজনৈতিক, ধর্মীয় ও বিশ্বনেতাদের প্রতি আবেদন জানিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘ।



আর্কাইভ