শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » লক্ষ্মীপুরে নাতিনকে বাঁচাতে গিয়ে দাদা নিহত
লক্ষ্মীপুরে নাতিনকে বাঁচাতে গিয়ে দাদা নিহত
লক্ষ্মীপুরে নাতিনকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে নিহত হয়েছেন দাদা (৬৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত সোয়া ১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এছাড়া বাকি জড়িতদের ধরতে পুলিশ মাঠে রয়েছে বলে নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. মমিনুল হক।
পুলিশ ও ভুক্তভোগীরা জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার মধ্য চর রমণী মোহন বেদে পল্লির আক্কাছ সর্দারের মেয়ে নূপুরকে গোপনে বিয়ে করেন একই এলাকার গোলাপ সর্দারের ছেলে তারিফ। গোপন বিয়ে জানাজানি হওয়ায় ক্ষিপ্ত হন বরের বাবা। কারণ দুবছর আগে কনে নূপুরকে নৌকায় একাকী পেয়ে ধর্ষণের চেষ্টা করেন তারিফ। পরে বিষয়টি মামলায় গড়ালে ৩ বছরের সাজা হয় তারিফের। সেই থেকে দুই পরিবারের মধ্যে চলে আসছে শত্রুতা। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিনে বেরিয়ে এসে মামলা থেকে রেহাই পেতে গোপনে নূপুরের সঙ্গে যোগাযোগ শুরু করে তারিফ। অবশেষে দুই পরিবারের অমতেই দুজন কোর্টে গিয়ে গোপনে বিয়ে করেন। বিষয়টি জানাজানি হওয়ায় ক্ষিপ্ত হন বরের বাবা গোলাপ সর্দার।
পরে তিনি ও তার পরিবারের লোকজন মিলে ৭-৮ জনের একটি দল কনেদের বসতঘরের দরজা ভেঙে প্রবেশ করে কনেসহ ঘরের সবাইকে পেটাতে থাকেন। একপর্যায়ে সবাইকে বাঁচাতে এগিয়ে আসেন কনের দাদা নাজিম সর্দার (৬৫)। তখন সকলে মিলে তাকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে ঘরের জিনিসপত্র লুট করে পালিয়ে যান।
পরে বাড়ির লোকজন বৃদ্ধকে গুরুতর আহত অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুই পরিবারের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করে পুলিশ। বাকি জড়িতরা পালিয়ে যায়।
লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. মমিনুল হক।