শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বরিশাল | শিরোনাম » আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মা-ছেলেকে মারধরের অভিযোগ
আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মা-ছেলেকে মারধরের অভিযোগ
বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহু পিকলুর নেতৃত্বে এক শিক্ষার্থী ও তার মাকে বেদম মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও পুড়িয়ে দেওয়া হয়।
এই ঘটনায় পিকলু চেয়ারম্যানকে প্রধান আসামি করে শিক্ষার্থীর মা রুমা বেগম গৌরনদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামের রুমা বেগম তার ছেলে সিহাবকে নিয়ে মাহিলাড়া কলেজে যান ভর্তি সংক্রান্ত তথ্য জানার জন্য। সকাল সাড়ে ১১টার দিকে মা-ছেলে মোটরসাইকেলযোগে কলেজ ক্যাম্পাসের ইটের রাস্তায় পৌঁছামাত্র পিকলু চেয়ারম্যান ও তার সাত থেকে আটজন সহযোগী হামলা চালিয়ে গুরতর জখম করেন এবং মোটরসাইকেলটি পুড়িয়ে দেন। পরে আহত মা-ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় একটি সূত্র জানায়, পিকলু গুহুর সঙ্গে সিহাবের ফুপাত ভাই জীয়ার পূর্ব কোন্দল রয়েছে। এরই জেড়ে এই হামলার ঘটনা ঘটেছে।
অভিযুক্ত পিকলু গুহু বলেন, কলেজে নববর্ষের অনুষ্ঠানে মেয়েদের উত্যক্ত করছিল সিহাব ও তার সহযোগীরা। এর প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। সিহাবরা শিক্ষার্থীদের উপর চড়াও হলে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।
গৌরনদী মডেল থানার ওসি-তদন্ত মো. হেলাল উদ্দিন কালের কণ্ঠকে জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পোড়ানো মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।