শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » রাজস্থানকে হারিয়ে শীর্ষে পান্ডিয়ার গুজরাট
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » রাজস্থানকে হারিয়ে শীর্ষে পান্ডিয়ার গুজরাট
২৭৭ বার পঠিত
শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজস্থানকে হারিয়ে শীর্ষে পান্ডিয়ার গুজরাট

---

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসকে ৩৭ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান নিজেদের দখলে নিয়েছে এবারের আসরের নবাগত দল গুজরাট টাইটানস। ব্যাট হাতে ৫২ বলে ৮৭ ও বল হাতে ১৮ রানের বিনিময়ে ১ উইকেট শিকার করে ম্যাচসেরা অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

আইপিএলে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে প্রথমে ব্যাট করে গুজরাট টাইটানস ৪ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রানে থামে রাজস্থান রয়্যালসের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন ইংলিশ ব্যাটার জস বাটলার। ২৪ বল মোকাবিলায় তার ব্যাট থেকে আসে ৮ চার ও ৩ ছক্কার মার। অন্যদিকে গুজরাটের হয়ে বল হাতে ৩টি করে উইকেট শিকার করেন লকি ফার্গুসেন ও যশ দয়াল।

৫ ম্যাচে ৪ জয়ে এবারের আইপিএলে প্রথম দল হিসেবে আট পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পৌঁছে গেল গুজরাট।

এর আগে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে জস বাটলার ছাড়া রাজস্থানের আর কোনো ব্যাটার জ্বলে উঠতে পারেননি। ওপেনার দেবদূত পাডিক্কেল ফিরে যান গোল্ডেন ডাক মেরে। ১১ বলে ১১ রানের ইনিংস খেলে রান আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন অধিনায়ক সানজু স্যামসন। রাসি ভ্যান ডার ডুসেন ১০ বলে ৬ রান করে ফেরেন সাজঘরে। মাঝে অবশ্য শিমরন হেটমায়ারের ব্যাটে একটা আশা পেয়েছিল রাজস্থান।

কিন্তু মোহাম্মদ শামির বলে ওভার বাউন্ডারি হাঁকাতে গিয়ে ধরা পড়েন সীমানার কাছে। আর তাতে তার ইনিংসের সমাপ্তি ঘটে ১৭ বল মোকাবিলায় ২৯ রানে। শেষদিকে রায়ান পরাগ ও জেমি নিশামও দ্যুতি ছড়াতে পারেননি ব্যাট হাতে। পরাগ ১৬ বলে ১৮ ও নিশাম ১৫ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন। আর তাতেই জয়ের সব দরজা বন্ধ হয়ে যায় রাজস্থানের।

বল হাতে এদিন রাজস্থানের ব্যাটারদের নাকাল করেছেন কিউই স্পিড স্টার লকি ফার্গুসেন। ৪ ওভার বল করে মাত্র ২৩ রান খরচায় তিনি শিকার করেন ৩ উইকেট। আরেক প্রান্ত থেকে স্যামসনদের সাজঘরের পথ দেখাতে থাকেন যশ দয়াল। তবে গুরুত্বপূর্ণ ৩ উইকেট শিকার করলেও তিনি ছিলেন খরুচে। ৪ ওভার বল করে দিয়েছেন ৪০ রান। এছাড়া একটি করে উইকেট শিকার করেছেন পান্ডিয়া ও শামি।

এর আগে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গুজরাট। ব্যক্তিগত ও দলীয় ১২ রানে ম্যাথু ওয়েডের পর ফিরে যান বিজয় শঙ্কর। শঙ্কর করেন ২ রান। শুভমান গিল আউট হন রায়ান পরাগের বলে। ফেরার আগে তিনি করেন ১৩ রান।

এরপর ব্যাট হাতে দাঁড়িয়ে দলকে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। অভিনভ মনোহরকে নিয়ে ৮৬ রানের জুটি গড়েন তিনি। মনোহর ২৮ বলে ৪৩ রান করে শিকারে পরিণত হন যুজবেন্দ্র চাহালের বলে।

এরপর ডেভিড মিলারের সঙ্গে পান্ডিয়া আরও করেন ৫৩ রানের জুটি। তাতে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান করে গুজরাট। পান্ডিয়া ৫২ বলে ৮ চার ও ৪ ছয়ে করেন ৮৭ রান। মিলারের ব্যাট থেকে ১৪ বলে আসে ৩১ রান। রাজস্থানের হয়ে একটি করে উইকেট নেন কুলদীপ সেন, চাহাল ও পরাগ।



আর্কাইভ