শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » মাঝ-আকাশে যাত্রীর ফোনে আগুন
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » মাঝ-আকাশে যাত্রীর ফোনে আগুন
৪০৬ বার পঠিত
শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাঝ-আকাশে যাত্রীর ফোনে আগুন

---

ভারতের ইন্টারগ্লোব এভিয়েশনের ডিব্রুগড়-নয়াদিল্লি ফ্লাইটের এক যাত্রীর ফোনে মাঝ-আকাশেই আগুন ধরে গেছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দিল্লিভিত্তিক চ্যানেল এনডিটিভি এমন খবর দিয়েছে।

ফোনে আগুন ধরলেও তাতে মারাত্মক কোনো ক্ষতি হয়নি। কেবিন ক্রুরা তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নেভাতে সক্ষম হয়েছেন।

দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, ক্রেবিন ক্রু কিংবা যাত্রীদের কেউ আহত হননি। সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

৬ই ২০৩৭ ফ্লাইটটি ডিব্রুগড় থেকে দিল্লির দিকে যাচ্ছিল, তখন কেবিন ক্রুরা দেখতে পান, এক যাত্রীর ফোনে আগুন ধরে গেছে এবং সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে একটায় নিরাপদেই ফ্লাইটটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে। আর ইন্ডিগো জানিয়েছে, ঝুঁকিপূর্ণ ঘটনা মোকাবিলায় ক্রুদের প্রশিক্ষণ দেওয়া আছে। যে কারণে বিলম্ব না করেই তারা পরিস্থিতি সামলে নিয়েছেন।



আর্কাইভ