বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | মুন্সীগঞ্জ | শিরোনাম » লঞ্চঘাটের নিয়ন্ত্রণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কাউন্সিলরপুত্র নিহত
লঞ্চঘাটের নিয়ন্ত্রণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কাউন্সিলরপুত্র নিহত
মুন্সীগঞ্জের কাঠপট্টি লঞ্চঘাটের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পৌর কাউন্সিলর মোহাম্মদ লিটন মিয়ার ছেলে সম্রাট ঝলক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত ঝলক সরকারি হরগঙ্গা কলেজের স্নাতক সম্মান শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
পুলিশ জানিয়েছে, মুন্সীগঞ্জের কাঠপট্টি লঞ্চঘাটের নিয়ন্ত্রণ নিয়ে মিরকাদিম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ লিটন মিয়া ও স্থানীয় জিল্লুর রহমানের বিরোধ চলছিল। এরই জেরে বুধবার দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুইপক্ষ।
এ সময় ধারালো অস্ত্রের আঘাতে কাউন্সিলরের ছেলে সম্রাট ঝলকসহ ৬ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ঝলককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিল্লুর গ্রুপের দুটি বাড়িতে ভাঙচুর করে প্রতিপক্ষরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান।