শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
বুধবার, ১৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » যুদ্ধে রাশিয়ার জয় নিশ্চিত: পুতিন
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » যুদ্ধে রাশিয়ার জয় নিশ্চিত: পুতিন
২১৫ বার পঠিত
বুধবার, ১৩ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুদ্ধে রাশিয়ার জয় নিশ্চিত: পুতিন

---

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের উদ্দেশ্যকে ‘মহৎ’ বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এই অভিযানে মস্কো অবশ্যই সফল হবে বলেও দাবি করেন তিনি। মঙ্গলবার (১২ এপ্রিল) এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই মন্তব্য করেন পুতিন।

গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাধীন ঘোষণা করাতেই বাজতে শুরু করে যুদ্ধের দামামা। ওই ঘোষণার দুদিন যেতে না যেতেই ২৪ ফেব্রুয়ারি ভোরে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তাদের রুখতে প্রতিরোধ গড়ে তোলে ইউক্রেনীয় বাহিনী।

রাশিয়ার চলমান অভিযানে এ পর্যন্ত ইউক্রেনের বেশ কয়েকটি শহর পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিহত হয়েছেন দেশটির বহু সেনা সদস্য। যুদ্ধে রাশিয়াও তাদের অনেক সেনা হারিয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

এমন পরিস্থিতির মধ্যেই স্থানীয় সময় মঙ্গলবার (১২ এপ্রিল) রাশিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর ভোস্তচনিতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় ইউক্রেন ইস্যু নিয়ে খোলামেলা মন্তব্য করেন তিনি।

পুতিন বলেন, দনবাসের মানুষের প্রাণ বাঁচাতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালায় রুশ সেনাবাহিনী। সাহসিকতার সঙ্গে তারা ইউক্রেনীয় সেনাদের সঙ্গে লড়েছে। আমাদের উদ্দেশ্য মহৎ ছিল। ফলে এই যুদ্ধে আমাদের জয় নিশ্চিত।

এর আগে সামরিক অভিযানের শুরুতে রুশ প্রেসিডেন্ট জানিয়েছিলেন, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিমুক্ত করাই মস্কোর লক্ষ্য। তবে এই মন্তব্যের কয়েকদিন পর সুর পাল্টে তিনি বলেন, দনবাসকে স্বাধীন করাই এই অভিযানের মূল লক্ষ্য।



আর্কাইভ