শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
N2N Online TV
বুধবার, ১৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » মারিওপোলে ১০ হাজার বেসামরিক নাগরিক নিহত
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » মারিওপোলে ১০ হাজার বেসামরিক নাগরিক নিহত
১২৩ বার পঠিত
বুধবার, ১৩ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মারিওপোলে ১০ হাজার বেসামরিক নাগরিক নিহত

---

বন্দরনগরী মারিওপোলে ১০ হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। গত ২৪ ফেব্রুয়ারি থেকে চালানো রুশ সামরিক অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশটির বন্দরনগরী মারিওপোলসহ আরও অনেক এলাকা।

রুশ বাহিনী বন্দিদের হত্যা ও নির্যাতন করছে , এমন অভিযোগ করেছে দেশটির প্রশাসন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন শহর ছেড়ে যাওয়ার সময় হাজারো বিপজ্জনক অস্ত্র ফেলে যাচ্ছে। বিভিন্ন জায়গায় তাদের ফেলে যাওয়া মাইন পাচ্ছেন ইউক্রেনীয় সেনারা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে খারকিভের রাস্তা থেকে মাইন সরানোর কাজ শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ সব কথা জানান।

জেলেনস্কি বলেন, রুশ বাহিনী সব জায়গায় মাইন ফেলে রেখে গেছে। যেসব জায়গা তারা দখল করেছিল সেসব জায়গাতেই মাইন রয়েছে। এমনকি মানুষের ব্যক্তিগত সম্পদসহ ঘরের দরজায়ও মাইন রেখে গেছে তারা। এগুলো অপসারণে দিন রাত কাজ করে যাচ্ছেন ইউক্রেন সেনারা।

এদিকে অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার স্থানীয় সময় সোমবার পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন। রুশ-ইউক্রেন ইস্যুতে তাদের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে বলে দাবি করেন তিনি। তাদের দীর্ঘ সময়ের আলোচনার মধ্যে অস্ট্রিয়ার চ্যান্সেলর অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক দিকে দৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, পুতিনের সাথে আলোচনায় ইতিবাচক কোনো সাড়া পাননি তিনি।

অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার বলেন, এটি মোটেও কোনো বন্ধুত্বপূর্ণ সফর ছিল না। তাদের ওপরে চলমান নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে এবং অদূর ভবিষ্যতে মস্কোকে যে কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে।

এদিকে জাতিসংঘ বলেছে, মাত্র ছয় সপ্তাহের যুদ্ধে ইউক্রেনে প্রায় দুই তৃতীয়াংশ শিশু বাস্তুচ্যুত হয়েছে। তারা বাধ্য হয়েছে তাদের পরিবার, ঘর-বাড়ি, স্কুল ছেড়ে চলে যেতে। ইউক্রেনের নারী ও শিশুদেরকে সহিংসতার হাত থেকে রেহাই দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।



আর্কাইভ