সোমবার, ১১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » চাঁদাবাজির ভাগ নিয়ে হত্যা, ছাত্রলীগ নেতা বহিষ্কার
চাঁদাবাজির ভাগ নিয়ে হত্যা, ছাত্রলীগ নেতা বহিষ্কার
চাঁদাবাজির ভাগ নিয়ে দ্বন্দ্বের জেরে ময়মনসিংহ সদর উপজেলার চরপাড়ায় ছুরিকাঘাতে শরীফ চৌধুরী নামে এক যুবককে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ছাত্রলীগের ময়মনসিংহ মহানগর শাখার সদস্য আরিফুজ্জামান আরিফকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১০ এপ্রিল) দুপুরে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি ও যুগ্ম আহ্বায়ক তাফসির আলম রাহাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হয় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে। আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হয় সংগঠন থেকে। স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় পর্যায়ে প্রস্তাব পাঠানো হয়।
এ বিষয়ে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তাফসির আলম রাহাত সময় সংবাদকে জানান, কোনো ধরনের অন্যায় ও অসামাজিক কার্যকলাপকে প্রশ্রয় দেয় না ছাত্রলীগ। আর এ জন্যই হত্যা মামলার আসামিকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।
বুধবার রাতে নগরীর চরপাড়া মোড়ে নিজ বাসার গলিতে শরীফ চৌধুরীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। শনিবার আরিফুজ্জামানসহ আরও তিন আসামিকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।