সোমবার, ১১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » ব্যবসায়ের নিরিখে ভারতের সর্বকালের সেরা পাঁচ ছবি
ব্যবসায়ের নিরিখে ভারতের সর্বকালের সেরা পাঁচ ছবি
সিনেমা শিল্পে বিশ্বে দ্বিতীয় ভারত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফিল্ম ইন্ডাস্ট্রিও তাদের। এখানেই প্রতি বছর অসংখ্য ছবি একশো কোটি টাকার বেশি আয় করে। কোনোটার আয় আবার শতকের ঘরকে ছাড়িয়ে হাজার কোটিতে গিয়ে পৌঁছায়। এক্ষেত্রে বলিউডকে টক্কর দিচ্ছে ভারতের দক্ষিণী ভাষার সিনেমা।
ব্যবসায়ের নিরিখে ভারতের সর্বকালের সেরা পাঁচ ছবির মধ্যে তিনটি বলিউডের অর্থাৎ হিন্দি ভাষার সিনেমা, বাকি দুটি দক্ষিণ ভাষার। যাদের আয় ১০০০ থেকে ২০০০ কোটি টাকা পর্যন্ত! চলুন তবে জেনে আসি ভারতের সর্বকালের সেরা পাঁচটি ব্যবসাসফল ছবি সম্পর্কে, জানব সেগুলো নির্মাণব্যয় সম্পর্কেও।
সিক্রেট সুপারস্টার: আদবাইত চন্দন পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালের ১৯ অক্টোবর। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেন আমির খান ও জাইরা ওয়াসিম। ছবিটির নির্মাণ ব্যয় ছিল মাত্র ১৫ কোটি রুপি। বলিউডের মতো বিশাল ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই অংকটাকে স্বল্প বাজেট বলা হয়।
কিন্তু ছবিটির আয়ের অংক শুনলে চোখ কপালে উঠবে যে কারও। সারা বিশ্ব থেকে ‘সিক্রেট সুপারস্টার’ আয় করেছিল ৯০০ কোটি টাকা। তার পরও আয়ের নিরিক্ষে আমির খান অভিনীত এই ছবি আছে সর্বকালের সেরার তালিকায় পাঁচ নম্বরে। কদিন আগেও যেটি ছিল চার নম্বরে।
বজরঙ্গি ভাইজান: সালমান খান অভিনীত এই ছবিটি মুক্তি পায় ২০১৫ সালের ১৭ জুলাই। যেটি ভারতের পাশাপাশি পাকিস্তানেও ব্যাপক সাড়া ফেলেছিল। কারণ, ভারত-পাকিস্তান সম্প্রীতির গল্প দেখানো হয়েছিল ছবিটিতে। সালমানের বিপরীতে সেখানে নায়িকা ছিলেন কারিনা কাপুর।
এ ছবির নির্মাণব্যয় ছিল ৯০ কোটি টাকা। সারাবিশ্বে সেটি আয় করে নিয়েছিল ৯০২ কোটি টাকার কিছু বেশি। ব্যাবসায়ের নিরিখে এই ছবির স্থান সেরা পাঁচ-এর চার নম্বরে। ‘বজরঙ্গি ভাইজান’ পরিচালনা করেছিলেন কবির খান। অন্যদিকে, অভিনয়ের পাশাপাশি এর প্রযোজক ছিলেন সুপারস্টার সালমান খান নিজেই।
আরআরআর: চলতি বছরের সবচেয়ে বড় হিট এসএস রাজমৌলি পরিচালিত ভারতের দক্ষিণী ভাষার এই ছবি। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। বলিউড থেকে আছেন আলিয়া ভাট ও অজয় দেবগন।
গত ২৫ মার্চ সারা বিশ্বে মুক্তি পায় ‘আরআরআর’। বক্স অফিস ইন্ডিয়ার খবর অনুযায়ী, ৪০০ কোটি রুপি বাজেটের এই ছবি মাত্র ১৬ দিনেই আয় করেছে ১০০৩ কোটি টাকা। তাতেই রাজমৌলির এই ছবি ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘সিক্রেট সুপারস্টার’কে টপকে উঠে গেছে সর্বকালের সেরা ব্যবসাসফল ছবির তালিকায় তিন নম্বরে।
বাহুবলী ২: ভারতের সর্বকালের সেরা ব্যবসাসফল ছবির দ্বিতীয় স্থানটিও দখল করে রেখেছেন দক্ষিণী পরিচালক এসএস রাজমৌলি। ২০১৭ সালের ২৮ এপ্রিল মুক্তি পাওয়া তার ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ ছবিটি আয় করে নেয় ১৮১০ কোটি টাকা! এটির নির্মাণব্যয় ছিল ২৫০ কোটি টাকা।
এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। নায়িকা ছিলেন আনুশকা শেঠি ও তামান্না ভাটিয়া। ছবির অন্যতম এক চরিত্র কাটাপ্পার ভূমিকায় অভিনয় করেন সত্যরাজ। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র ভল্লাল দেবের ভূমিকায় দেখা যায় রান্না দাগ্গুবাতিকে।
দঙ্গল: আয়ের নিরিক্ষে ভারতের সর্বকালের সেরা ছবির তালিকায় সবার শীর্ষে আছে আমির খান অভিনীত ‘দঙ্গল’। এক কুস্তিগীর বাবা এবং তার দুই মেয়ের কাহিনি নিয়ে ছবিটি নির্মাণ করেন নিতেশ তেওয়ারী। প্রযোজনায় ছিলেন আমির খান, তার সাবেক স্ত্রী কিরণ রাও এবং সিদ্ধার্থ রায় কাপুর। ২০১৬ সালের ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘দঙ্গল’।
ছবিটি বানাতে খরচ পড়েছিল মাত্র ৭০ কোটি টাকা। মাত্র বলার কারণ, ছবির আয়ের কাছে এই অংকটা কিছুই না। ২০০৮ কোটি টাকারও বেশি ঘরে তুলেছিল ‘দঙ্গল’। বলিউডের এই ছবিকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব। তবে দক্ষিণী ছবিগুলো যেভাবে বলিউডকে টেক্কা দিচ্ছে, তাতে চিন্তার ভাজ পড়তেই পারে আমির খানের কপালে।