সোমবার, ১১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ২০ দল নিয়ে আয়োজন হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ
২০ দল নিয়ে আয়োজন হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আয়োজন করা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪। ১২ দলের পরিবর্তে ওই আসরে অংশ নেবে মোট ২০ দল।
রোববার (১০ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক সভায় এসব সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নেবে।
এর মধ্যে সরাসরি খেলবে দুই আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র এবং র্যাংকিংয়ের শীর্ষে থাকা দুই দল। এছাড়া চলতি বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ আটে ওঠা দলগুলোও সরাসরি সুযোগ পাবে। বাকি ৮টি দলকে বাছাইপর্ব খেলে আসতে হবে।
ফলে বাংলাদেশ অস্ট্রেলিয়া বিশ্বকাপে সেরা আটে থেকে শেষ করতে পারলেই সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। এর আগে সংযুক্ত আরব আমিরাতে সেরা সাতে থেকে ২০২২ অস্ট্রেলিয়া বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়েছে বাংলাদেশ।
এর আগে পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ডের মতো দলগুলো বাছাইপর্ব খেললেও ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ হারিয়েছিল। এবার তারা যেমন মূলপর্বে খেলার সুযোগ পাবে, ঠিক তেমনই কাতার, উগান্ডা, সংযুক্ত আরব আমিরাত ও নেপালের মতো দলগুলো বিশ্বমঞ্চে পা রাখার সুযোগ পাবে।
এদিকে গত বছর মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের কথা ছিল বাংলাদেশের। করোনার কারণে সেটি পিছিয়ে চলে যায় ২০২৩ সালে। অনূর্ধ্ব-১৯ মেয়েদের বিশ্বকাপ বাংলাদেশে আয়োজনের কথা থাকলেও আইসিসি জানিয়েছে, নতুন করে তার আয়োজক হবে দক্ষিণ আফ্রিকা।