শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
সোমবার, ১১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » দুপক্ষের মারামারিতে প্রাণ হারালেন বৃদ্ধ
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » দুপক্ষের মারামারিতে প্রাণ হারালেন বৃদ্ধ
৩১৩ বার পঠিত
সোমবার, ১১ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুপক্ষের মারামারিতে প্রাণ হারালেন বৃদ্ধ

---

চাঁদপুরের মতলব উত্তরে দুপক্ষের মারামারির মধ্যে পড়ে প্রাণ হারালেন সিরাজুল ইসলাম বেপারী (৭০) নামে এক বৃদ্ধ। রোববার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কলাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

সিরাজুল বেপারী স্থানীয় ইউপি সদস্য মেহেদী হাসানের বাবা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পূর্বশত্রুতার জেরে বর্তমান ইউপি সদস্য মেহেদী হাসানের সঙ্গে বিগত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়া আরিফ ছৈয়াল ও তার লোকজনের মারামারি হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মেহেদী হাসানের বাবা সিরাজুল ইসলাম বেপারী। ঘটনার সময় ধস্তাধস্তির মধ্যে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান কামাল জানান, সিরাজুল ইসলাম বেপারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনে মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধস্তাধস্তির একপর্যায়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মারামারি কিংবা মৃত্যুর ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলেও জানান ওসি শাহজাহান কামাল।



আর্কাইভ