শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
রবিবার, ১০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » সেনাপ্রধানকে বরখাস্তের গুঞ্জন, নাকচ করলেন ইমরান
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » সেনাপ্রধানকে বরখাস্তের গুঞ্জন, নাকচ করলেন ইমরান
৩৬০ বার পঠিত
রবিবার, ১০ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেনাপ্রধানকে বরখাস্তের গুঞ্জন, নাকচ করলেন ইমরান

---

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করেছেন দেশটির সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া।

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নির্ভরযোগ্য সূত্রের বরাতে জিও নিউজকে জানিয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খান সেনাপ্রধান জেনারেল জাভেদ বাজওয়াকে অপসারণ করার খবর উড়িয়ে দিয়েছেন।

সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খান সিনিয়র সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, প্রতিরক্ষা বিভাগে পরিবর্তন আনার তার কোনো পরিকল্পনা নেই।

অনাস্থা প্রস্তাব সম্পর্কে তিনি পুনরাবৃত্তি বলেন, যে কোন মূল্যে তিনি পরাজয় মেনে নেবেন না। ‘বিদেশি ষড়যন্ত্র’ সফল হতে দেবেন না।

প্রধানমন্ত্রী ইমরান বলেছেন, তিনি অতীতে পরাজয় স্বীকার করেননি এবং এখনও পরাজয় স্বীকার করবেন না।

প্রধানমন্ত্রী বলেন, আমি শপথ করছি আমি কখনই পাকিস্তানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। আমি জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দেব।

শনিবারজুড়ে (৯ এপ্রিল) ইমরান খানের ওপর অনাস্থা ভোট নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে উত্তেজনা ছিল।

বিবিসির খবরে বলা হয়েছে, পাকিস্তানে শনিবার (৯ এপ্রিল) প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবার কথা ছিল। এদিন পার্লামেন্টে বিরোধীদের আনা এক অনাস্থা প্রস্তাবে ভোট হওয়ার কথা থাকলে সকালে জাতীয় পরিষদের অধিবেশন শুরু হলেও বারবার তা মুলতুবি হয়ে যাওয়ায় ভোটাভুটি এখনও অনুষ্ঠিত হয়নি।

সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে শনিবার (৯ এপ্রিল) অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার আসাদ কায়সার। অধিবেশন শুরুর পর ১২টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছিল। স্বল্প-সময়ের জন্য আমজাদ আলী খান নিয়াজিকেও অধিবেশনের সভাপতিত্ব করতে দেখা গেছে। এরপর আসাদ কায়সার এসে নিজের আসনে বসেন। অধিবেশনের এজেন্ডার মধ্যে চতুর্থ নম্বরে ছিল অনাস্থা ভোট। সে অনুসারে ইফতারের পর অনাস্থা ভোট হওয়ার কথা জানান স্পিকার। তবে ইমরান খান সেসময় অনুপস্থিত ছিলেন।

অধিবেশনের শুরুতেই বিরোধীদের পূর্ণশক্তিতে হাজির হতে দেখা গেছে। সরকারি দলের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি ও পিটিআই নেতা আমির দোগার অধিবেশনে অংশ নিয়েছেন। আর বিরোধীদের মধ্যে ছিলেন, বিলাওয়াল ভুট্টো-জারদারি, রানা সানাউল্লাহ, আয়াজ সাদিক, নাভিদ কামার ও মাওলানা আসাদ।

এদিকে ৩ এপ্রিল অনাস্থা ভোট বাতিলে ডেপুটি স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে একটি রিভিউ পিটিশন দাখিল করেছে সরকার। বৃহস্পতিবার (৭ এপ্রিল) আদালতের রায়ে বলা হয়েছে, অনাস্থা ভোট বাতিল করে দিতে ডেপুটি স্পিকারের সিদ্ধান্ত ও পরবর্তীতে ইমরান খানের পরামর্শে প্রেসিডেন্ট ডা. আরিফ আলভির পার্লামেন্ট ভেঙে দেওয়া অসাংবিধানিক।

২০১৮ সালে সামরিক বাহিনীর সহায়তা নিয়ে ক্ষমতায় আসেন ৬৯ বছর বয়সী ইমরান খান। করোনা মহামারিতে বিপর্যস্ত অর্থনীতিকে সতেজ করা ও দুর্নীতিমুক্ত পাকিস্তান গড়তে তার ব্যর্থতার অভিযোগ করা হয়েছে।

আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের বিরোধীতা করেন ইমরান খান। প্রধানমন্ত্রী হওয়ার পর রাশিয়ার সঙ্গে তিনি সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। তাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করছে বলে তিনি অভিযোগ করেন।



আর্কাইভ