শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
রবিবার, ১০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » খুব শিগগির ন্যাটোতে যোগ দিচ্ছে আরও দুই দেশ
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » খুব শিগগির ন্যাটোতে যোগ দিচ্ছে আরও দুই দেশ
৩০৫ বার পঠিত
রবিবার, ১০ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুব শিগগির ন্যাটোতে যোগ দিচ্ছে আরও দুই দেশ

---

ইউক্রেন-রাশিয়ার চলমান চলমান সংঘাতের মধ্যেই খুব শিগগির ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে ফিনল্যান্ড ও সুইডেন। শনিবার (৯ এপ্রিল) দুই দেশের কর্মকর্তারা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার খবরে উচ্ছ্বসিত ন্যাটো ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। তবে দেশ দুটি ন্যাটোতে যোগ দিলে মস্কো ক্ষুব্ধ হবে।

ন্যাটোর কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনে অভিযান শুরুর পর ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের যোগদানের বিষয়টি গুরুতর হয়ে উঠেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের কর্মকর্তারা বলেছেন, বিষয়টি ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে পৌঁছেছে। এ ব্যাপারে স্টকহোম ও হেলসিঙ্কির পররাষ্ট্রমন্ত্রী বৈঠকও করেছেন।

কর্মকর্তারা বলছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ন্যাটোকে পুনরুজ্জীবিত ও ঐক্যবদ্ধ করতে আলোচনা চলছে। পুতিন ইউক্রেন অভিযানের আগে থেকে দাবি করে আসছেন, ন্যাটো সদস্য বাড়ানোর চেষ্টা করছে, যা রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি।

এদিকে গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) এক প্রতিক্রিয়ায় ক্রেমলিন জানায়, সুইডেন ও ফিনল্যান্ড যদি ন্যাটোতে যোগ দেয়, তবে চলমান পরিস্থিতির ভারসাম্য বজায় রেখে যোগ দিতে হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্কাই নিউজকে বলেন, পশ্চিমে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদেরকে আরও বাস্তবধর্মী হতে হবে।

চলতি সপ্তাহে ন্যাটোর মহাসচিব জেনস স্টলেনবার্গ বলেন, সুইডেন ও ফিনল্যান্ড চাইলে খুব সহজেই ন্যাটোতে যোগ দিতে পারে। তারা অনেক বছর ধরে একসঙ্গে কাজ করেছে। আমরা জানি, তারা ন্যাটোর মান পূরণ করতে পারবে।



আর্কাইভ