শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
রবিবার, ১০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি
৩০৪ বার পঠিত
রবিবার, ১০ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি

---

ফরাসি লিগে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান সুসংহত করতে মাঠে নামবে পিএসজি। দুর্বল ক্লেরমন্তের বিপক্ষে ম্যাচ হলেও, বৈরি আবহাওয়ায় খেলা নিয়ে দুশ্চিন্তায় কোচ পচেত্তিনো। এদিকে, লা লিগায় গেতাফের মুখোমুখি হবে টেবিল টপার রিয়াল মাদ্রিদ। জয়ের ধারা অব্যাহত রাখতে শক্তিশালী একাদশ মাঠে নামাবেন কোচ অ্যানচেলত্তি। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

নিজ নিজ লিগ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ কিংবা গেইম প্ল্যানের চেয়ে কিলিয়ান এমবাপ্পেকে নিয়েই বেশি কথা বলতে হলো মাওরিসিও পচেত্তিনো আর কার্লো অ্যানচেলত্তিকে। ফরাসি তারকা পিএসজিতেই থাকবেন, নাকি পাড়ি জমাবেন রিয়ালে- তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই।

লিগ ওয়ানে ৩০ ম্যাচে পিএসজির ৬৮ আর সমান ম্যাচে লা লিগায় রিয়ালের ৬৯ পয়েন্ট। টেবিলে এক পয়েন্ট বেশি থাকলেও আপাতত এমবাপ্পে ইস্যুতে কিছুটা ব্যাকফুটেই স্প্যানিশ ক্লাবটি।

পয়েন্ট টেবিলে শীর্ষস্থান সুসংহত এমবাপ্পের দল পিএসজির। ১৭ নম্বরে থাকা ক্লেরমন্ত ফুটের বিপক্ষে বড় জয়ই আশা করবে জায়ান্টরা। শেষ ৩ লিগ ম্যাচে ১১ গোল দিয়েছে প্যারিসিয়ানরা। যার মধ্যে সব শেষটায় লরিয়েন্তের বিপক্ষে গোল পেয়েছেন মেসি-নেইমার-এমবাপ্পে তিন সুপারস্টারই। তারপরও একেবারে নির্ভার হতে পারছেন না পিএসজি কোচ পচেত্তিনো।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পচেত্তিনো বলেন, ‘কন্ডিশনটা নিয়ে চিন্তা করছি। বৃষ্টি আর বাতাসের মধ্যে খেলতে হবে। ক্লেরমন্ত লড়াকু দল। লিগে টিকে থাকতে লড়ছে ওরা। মার্সেই, নিস ও রেনেঁর মতো দলের বিপক্ষে ভালো ফলাফল করেছে ওরা। ম্যাচটা একেবারে সহজ হবে না।’

শিরোপা পুনরুদ্ধারের মিশনে দুর্বল দলের বিপক্ষেও ঝুঁকি নিতে চাননা পিএসজি কোচ। তাই পূর্ণ শক্তির দলকেই নামাবেন মাঠে।

এদিকে, লা লিগায় অভিন্ন লক্ষ্য টপার রিয়াল মাদ্রিদের। বার্নাব্যুতে গেলো ১৪ বছরে গেতাফের কাছে হারেনি মাদ্রিদিস্তারা। তারপরও লিগের শেষ পর্যায়ে এসে তাদের বিপক্ষেও সতর্ক কোচ অ্যানচেলত্তি।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আমাদের দলটা পুরোপুরি ফিট না। তারপরও সম্ভাব্য সেরা দলটাই সাজানোর চেষ্টা করব। লিগের প্রেক্ষাপট বিবেচনায় এটা গুরুত্বপূর্ণ ম্যাচ। জয়ের ধারায় থাকতে হবে আমাদের।’

কোচের এত দুশ্চিন্তার কি আসলেই কিছু আছে! চ্যাম্পিয়ন্স লিগে চেলসিকে হতাশায় ডোবানো করিম বেনজেমা এদিনও ছন্দে থাকলে গেতাফের জন্য দুঃসংবাদই অপেক্ষা করছে।



আর্কাইভ