শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
শনিবার, ৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » চট্টগ্রামে লরিচাপায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » চট্টগ্রামে লরিচাপায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু
৩৭৮ বার পঠিত
শনিবার, ৯ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে লরিচাপায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

---

চট্টগ্রামে কন্টেইনারবাহী লরিচাপায় রিকশায় আরোহী বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে নগরীর ইপিজেডের বন্দরটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নগরীর পতেঙ্গা এলাকা থেকে লরিটি ইপিজেডের দিকে আসছিল। এ সময় লরিটি বন্দরটিলা এলাকায় পৌঁছে রিকশায় থাকা বাবা-ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- আবু সালেহ (৩৮) ও তার ছেলে আবদুল মোমিন (৫)।

এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে যান চলাচল বন্ধ করে দেয় সাধারণ মানুষ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইপিজেড থানার এসআই আবু সাঈদ বলেন, সকালে কাভার্ডভ্যান চাপায় দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



আর্কাইভ