বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বিশ্বকাপ বাছাই: শেষ মুহূর্তের গোলে ইংল্যান্ডের সাথে ড্র নিয়েই মাঠ ছাড়লো পোল্যান্ড
বিশ্বকাপ বাছাই: শেষ মুহূর্তের গোলে ইংল্যান্ডের সাথে ড্র নিয়েই মাঠ ছাড়লো পোল্যান্ড
ইনজুরি টাইমের গোলে ইংল্যান্ডের সাথে শেষ পর্যন্ত ১-১
ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে পোল্যান্ড। আর এর মাধ্যমে বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ-আই’য়ে ইংল্যান্ডের শতভাগ জয়রথ থেমেছে।
ম্যাচের ৭২ মিনিটে হ্যারি কেনের গোলে ইংল্যান্ড যখন এগিয়ে গিয়েছিল তখন গ্যারেথ সাউথগেটের দলের টানা ষষ্ঠ জয়ের পথ অনেকটাই উন্মুক্ত হয়ে গিয়েছিল। কিন্তু ইনজুরি টাইমের রবার্ট লিওয়ানদোস্কির ফ্লোটেড ক্রসে দ্বিতীয় মিনিটে বদলী খেলোয়াড় পামিয়ান সিমান্সকি গোল করে পোল্যান্ডকে এক পয়েন্ট উপহার দেন। একইসাথে পোলিশদের বিশ্বকাপের খেলার স্বপ্নও টিকে থাকলো।
৬ ম্যাচে ইংল্যান্ড ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। ১২ পয়েন্ট নিয়ে আলবেনিয়া দ্বিতীয় এবং ১১ ও ১০ পয়েন্ট নিয়ে যথাক্রমে পরের দুই অবস্থানে আছে পোল্যান্ড ও হাঙ্গেরি। গ্রুপের শীর্ষ দল সরাসরি ২০২২ কাতার বিশ্বকাপের টিকিট পাবে। দ্বিতীয় স্থানে থাকা দলটি প্লে-অফে খেলার সুযোগ পাবে।
শেষ ২০ মিনিটের আগ পর্যন্ত ম্যাচটি মূলত দুই দলের খেলোয়াড়দের শারিরীক সামর্থ্যকে প্রমানের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিল। টেলিভিশন রিপ্লেতে এক সময় দেখা গেছে পিছন দিক থেকে ইংল্যান্ডের কাইল ওয়াকারের ঘাড় চেপে ধরেছে পোলিশ ডিফেন্ডার কামিল গ্লিক। কিন্তু বিষয়টিতে ওয়াকারও যে জড়িত ছিলেন না তা স্পষ্টভাবে দেখা যায়নি। একে অপরের সাথে বিতন্ডায় জড়িয়ে হলুদ কার্ড দেখেছেন গ্লিক ও ইংল্যান্ডের হ্যারি ম্যাগুয়েরে।
বিরতির পর ইংল্যান্ডের আক্রমনাত্মক মনোভাব ও স্বাগতিক পোল্যান্ডের শক্তিশালী রক্ষনাত্মক কৌশল বজায় ছিল। কিন্তু ৭২ মিনিটে প্রায় ৩০ মিটার দুর থেকে কেনের দুর্দান্ত শট ওজিনেচ সিজিসনিকে পরাস্ত করলে পুরো ওয়ারশ’র সমর্থকরা নিশ্চুপ হয়ে যায়। এ নিয়ে ইউরো ও বিশ্বকাপ বাছাইপর্বের টানা ১৫তম ম্যাচে গোল করলেন ইংলিশ অধিনায়ক কেন। পোল্যান্ড পাঁচটি পরিবর্তন সম্পন্ন করলেও সাউথগেট পুরো ম্যাচে বিস্ময়করভাবে কোন খেলোয়াড় পরিবর্তন করেননি। ম্যাচ শেষের ৯ মিনিট আগে ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড পোল্যান্ডের একটি আক্রমন রুখে না দিলে তখনই হয়ত সমতা ফেরাতে পারতো স্বাগতিকরা। তবে শেষ মুহূর্তে ইনজুরি টাইমে লিওয়ানদোস্কি কার্ভিং ক্রস থেকে সিমান্সকি দারুন হেডে সমতা ফেরালে পাওলো সুসার দলের এক পয়েন্ট নিশ্চিত হয়।