শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » কোপা আমেরিকায় এবার ব্রাজিলের গ্রুপে আর্জেন্টিনা
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » কোপা আমেরিকায় এবার ব্রাজিলের গ্রুপে আর্জেন্টিনা
৩৩৫ বার পঠিত
শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোপা আমেরিকায় এবার ব্রাজিলের গ্রুপে আর্জেন্টিনা

---

গেল বছর কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর শিরোপা জিতেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। তার ঠিক এক বছর পর আরও এক কোপা আমেরিকার দামামা বাজছে। সেই কোপা আমেরিকায় প্রতিযোগিতার সবচেয়ে সফল দল ব্রাজিলের সঙ্গে একই গ্রুপে এবার খেলতে হবে আর্জেন্টিনাকে।

এই কোপা আমেরিকা অবশ্য নারীদের কোপা আমেরিকা। নারীদের কোপা আমেরিকার আসর বসছে চলতি বছরের মাঝামাঝিতে। আগামী ৮ থেকে ৩০ জুলাই কলম্বিয়ার কালি, বুকারামাঙ্গা ও আরমেনিয়ায় অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

গতকাল ৭ এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেছে এর ড্র। যেখানে ১০ কনমেবল দলকে দুই গ্রুপে ভাগ করা হয়। আর তার একই গ্রুপে পড়ে ব্রাজিল আর আর্জেন্টিনা। ব্রাজিল-আর্জেন্টিনা আসছে কোপা আমেরিকায় খেলবে বি গ্রুপে। তাদের গ্রুপসঙ্গী হিসেবে আছে পেরু ভেনেজুয়েলা, উরুগুয়ে।

প্রতিযোগিতার ইতিহাসে ব্রাজিল শিরোপা জিতেছে ৭ বার, আর আর্জেন্টিনা জিতেছে একবার। এবারের আসরে প্রতিযোগিতাটির সবচেয়ে সফল দুই দলের দেখা হয়ে যাচ্ছে শুরুতেই।

প্যারাগুয়ের আসুনচিওন শহরে এই ড্র অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে প্রতিযোগিতাটির মাসকট উন্মোচন করা হয়। এবারের নারী কোপা আমেরিকার মাসকটের নামটা হচ্ছে আলমা।

নারী কোপা আমেরিকা ২০২২ এর গ্রুপ
এ গ্রুপ- কলম্বিয়া, চিলি, ইকুয়েডর, প্যারাগুয়ে, বলিভিয়া
বি গ্রুপ- ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, ভেনেজুয়েলা ও উরুগুয়ে।



আর্কাইভ