শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
প্রথম পাতা » কিশোরগঞ্জ | ছবি গ্যালারী | শিরোনাম » সাত বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার
প্রথম পাতা » কিশোরগঞ্জ | ছবি গ্যালারী | শিরোনাম » সাত বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার
২৮৭ বার পঠিত
শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাত বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার

---

২০১৫ সালে কিশোরগঞ্জে ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিককে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতারি পরোয়ানা ও চার্জশিটভুক্ত আসামি লাইলীকে (২৫) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) তাকে হাটহাজারী থেকে গ্রেফতার করা হয়। লাইলী ময়মনসিংহের নান্দাইল থানার বীর কামাটখালী এলাকার নজরুল ইসলামের স্ত্রী।

এ বিষয়ে র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ২০১৫ সালে কিশোরগঞ্জ জেলার সদর থানা এলাকায় ১০-১২ জনের ডাকাত দল একটি বাড়িতে ডাকাতি করে এবং স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ টাকা লুট করে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির মালিককে খুন করে মরদেহ গুম করার চেষ্টা করে।

এ ঘটনায় তখন কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়। মামলায় কিশোরগঞ্জ থানা পুলিশ কয়েকজন ডাকাত সদস্যকে গ্রেফতার করে এবং ১০ ডাকাতের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। যেখানে লাইলী অন্যতম চার্জশিটভুক্ত আসামি ছিলেন।

তিনি বলেন, ঘটনার পরপরই এই কুখ্যাত ডাকাত দলের সক্রিয় সদস্য লাইলী নিজ এলাকা ছেড়ে চট্টগ্রামে এসে বসবাস শুরু করেন। এমনকি লাইলী সাত বছর ধরে চট্টগ্রামেই বসবাস করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার হাটহাজারীতে অভিযান চালিয়ে লাইলীকে গ্রেফতার করা হয়।

জানা য়ায়, লাইলী ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। এ ছাড়া তিনি ডাকাতি, হত্যাকাণ্ড ও হত্যা করে মরদেহ গুমের ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে স্বীকার করেছেন।



আর্কাইভ