শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » প্রথমবারের মতো জার্মান দলটির বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » প্রথমবারের মতো জার্মান দলটির বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা
১৯৩ বার পঠিত
বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রথমবারের মতো জার্মান দলটির বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা

---

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে রাতে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হবে বার্সেলোনা। প্রতিপক্ষ দুর্বল হলেও ম্যাচটাকে হালকাভাবে নিচ্ছেন না কোচ জাভি। জয় পেতে মরিয়া বার্সা ফরোয়ার্ড ফেরান তোরেসও। ফ্রাঙ্কফুর্টের মাঠে দুদলের ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ১টায়।

একটা খারাপ সময় পার করার পর সম্প্রতি বেশ ভালোই দিন কাটছে বার্সেলোনার। সব প্রতিযোগিতা মিলিয়ে গত ১৩ ম্যাচে অপরাজিত স্প্যানিশ জায়ান্টরা। দুদিন আগে লা লিগায়ও পেয়েছে জয়ের দেখা। সেই ধারাবাহিকতা নিয়ে এবার ইউরোপা লিগে মাঠে নামার অপেক্ষায় কাতালানরা।

আসরের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে বার্সা মুখোমুখি হতে যাচ্ছে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের। যে দলটার বিপক্ষে এখন পর্যন্ত খেলা হয়নি তাদের। ফলে অভিজ্ঞতার দিক দিয়ে একেবারেই নতুন। এ ছাড়া জার্মান প্রতিপক্ষের বিপক্ষে বার্সেলোনাকে সবসময় কঠিন পরীক্ষা দিতে হয়েছে। এবারো সে রকমই ভাবছেন কোচ।

বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেন, ‘আমরা এর আগে ফ্রাঙ্কফুর্টের মতো দলের বিপক্ষে খেলিনি। ওদের খেলার ধরন ভিন্ন। তবে, নিঃসন্দেহে ফ্রাঙ্কফুর্টের খেলোয়াড়রা বেশ ফিট। তারা নিশ্চয়ই চাইবে আমাদের মতো দলের বিপক্ষে ভালো কিছু করতে। যে উৎসাহ ও প্রেরণা নিয়ে তারা খেলবে সেখানে যেকোনো কিছুই হয়ে যেতে পারে। তাই আমাদের সতর্ক হয়ে খেলতে হবে।’

জয়ের ধারায় থাকলেও অতিরিক্ত আত্মবিশ্বাস কাঁটা হয়ে দাঁড়াতে পারে পথে। তাই সব পরিসংখ্যান ফেলে পরিকল্পনা অনুযায়ী খেলে ভালো করতে চান বার্সা ফরোয়ার্ড তোরেস।

তোরেস বলেন, ‘বার্সেলোনায় একজন খেলোয়াড় থাকা অবস্থায় জাভির যা যা অভিজ্ঞতা আছে সেটা তিনি আমাদের সঙ্গে শেয়ার করেন। জাভি সবসময় আমাদের একটা কথা বলেন, সেটা হচ্ছে ম্যাচ বাই ম্যাচ মনোযোগ দেওয়া। কারণ কাল হেরে গেলে, আপনি আগে কি করেছেন সেটা আর কেউ মনে করবে না। আর এজন্যই আমাদের আরো বেশি ম্যাচ নিয়ে ভাবতে হবে। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’

বার্সেলোনার ইনজুরি তালিকাটা বেশ লম্বা। আনসু ফাতি, আলেজান্দ্রো বালদে, স্যামুয়েল উমতিতি, সার্গি রবার্তোদের কাউকেই পাচ্ছে না কোচ। লুক ডি ইয়ংকে নিয়েও আছে শঙ্কা। আনফিট থাকায় দানি আলভেস নেই স্কোয়াডে। ফলে অবামেয়াং, ফেরান তোরেস, পেদ্রিদের নিয়ে একাদশ সাজিয়ে মাঠে নামার পরিকল্পনা জাভির।



আর্কাইভ