শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » কামিন্সের রেকর্ড অর্ধশতকে উড়ে গেল মুম্বাই
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » কামিন্সের রেকর্ড অর্ধশতকে উড়ে গেল মুম্বাই
২৪১ বার পঠিত
বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কামিন্সের রেকর্ড অর্ধশতকে উড়ে গেল মুম্বাই

---

একে একে সব ব্যাটারকে সাজঘরে ফেরালেও, বোলার প্যাটি কামিন্সে সব নস্যাৎ হয়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের। রোহিত শর্মাদের বিপক্ষে ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কামিন্সের রেকর্ড গড়া ফিফটিতে ৪ ওভার হাতে রেখেই ৫ উইকেটের জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বুধবার (৬ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ভেঙ্কাটেশ আইয়ার ৪১ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ৬ চারের সঙ্গে আসে একটি ছয়ের মার। অন্যদিকে আইপিএলে সবচেয়ে দ্রুতগতির হাফ সেঞ্চুরির মালিক লোকেশ রাহুলের রেকর্ডের সঙ্গে ভাগ বসান অজি ফাস্ট বোলার প্যাট কামিন্স।

১৪ বলে অর্ধশতক হাঁকানোর পরে, ১৫ বলে ৫৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ৬টি ছক্কার সঙ্গে ৪টি চারের মার আসে তার ব্যাট থেকে। মুম্বাইয়ের বোলারদের মধ্যে টাইমাল মিলস ও মুরুগান অশ্বিন ২টি করে উইকেট শিকার করেন।

মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে মুম্বাইকে জবাব দিতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি নাইট শিবিরের। ভেঙ্কাটেশ আইয়ার ছাড়া বাকি টপ অর্ডাররা হতাশ করেছেন ব্যাট হাতে। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ফিরেছেন ১০ রান করে। স্যাম বিলিংস ১৭, নিতিশ রানা ৮ ও আন্দ্রে রাসেল ১১ রান করে সাজঘরে ফিরলে, ম্যাচ হারের শঙ্কা জাগে নাইট শিবিরে। তবে, শেষদিকে কামিন্স ঝড়ে সব শঙ্কা উড়ে যায়।

এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে শুরুতে ব্যাট করে কেইরন পোলার্ড ঝড়ে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। শেষদিকে মাত্র ৫ বলে ২২ রান করেন পোলার্ড।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকছিল মুম্বাই। দলীয় ৬ রানে রোহিত শর্মা ফিরে গেলে অভিষিক্ত দাওলাদ ব্রেভিস এসে ঝড়ো ব্যাটিং শুরু করেন। ১৯ বলে ২৯ রান করে ভরুন চক্রবর্তীর বলে আউট হন তিনি। স্কোর বোর্ডে ১০ রান যোগ হতে না হতেই বিদায় নেন ইশান কিশানও। ২১ বলে মাত্র ১৪ রান করেন এই ওপেনার। ওভারের তুলনায় রান রেট খুবই কম ছিল তাদের। আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল, দেড়শোর কোঠা কোনোভাবেই পার হতে পারবে না তারা। কিন্তু শেষে এই কথা মিথ্যা প্রমাণিত হয়।

এরপর সুরিয়া কুমার যাদব ও তিলক বার্মা মিলে মান বাঁচানোর ইনিংস খেলেন। ৩৬ বলে আউট হওয়ার আগে ৫২ রান করেন তিনি। তাকে শিকারে পরিণত করেন কামিন্স। তিলক বার্মা শেষ পর্যন্ত ২৭ বলে করেন ৩৮ রান। কলকাতার হয়ে দুটি উইকেট নেন কামিন্স। একটি করে উইকেট পান উমেশ যাদব ও ভরুন।

শ্রেয়াস আইয়ারের অধীনে কলকাতা রয়েছে একটু ফুরফুরে মেজাজে। টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন ম্যাচের দুটিতেই জয় পেয়েছে তারা। পয়েন্ট টেবিলেও তাদের অবস্থান সেরা দুইয়ে। এ ম্যাচে জিতলে শীর্ষ স্থানটি নিজেদের দখলে নেবে তারা।

অন্যদিকে, টানা তিনবারের শিরোপাজয়ী মুম্বাই আছে অনেকটা ব্যাকফুটে। দুই ম্যাচের সব কটিতেই হেরেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি।

অতীতে কলকাতা ও মুম্বাই মুখোমুখি হয়েছে ২৯ ম্যাচে। যেখানে জয়ের পাল্লাটা ঝুঁকে রয়েছে মুম্বাইয়ের দিকে। কলকাতার ৭ জয়ের বিপরীতে মুম্বাইয়ের জয় ২২ ম্যাচে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ রানের ইনিংসটি অবশ্য কলকাতার। ২৩২ রান করারও রেকর্ড আছে তাদের। কলকাতার বিপক্ষে মুম্বাইয়ের সেরা ইনিংস ২১০ রানের।



আর্কাইভ