শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » মানবিক পরিস্থিতি নিয়ে ইউক্রেনের শীর্ষ কূটনীতিকের সাথে জাতিসংঘ প্রধানের আলোচনা
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » মানবিক পরিস্থিতি নিয়ে ইউক্রেনের শীর্ষ কূটনীতিকের সাথে জাতিসংঘ প্রধানের আলোচনা
১৩২ বার পঠিত
মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মানবিক পরিস্থিতি নিয়ে ইউক্রেনের শীর্ষ কূটনীতিকের সাথে জাতিসংঘ প্রধানের আলোচনা

---

ইউক্রেনের বর্তমান মানবিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলাবার সাথে টেলিফোনে আলোচনা করেছেন। জাতিসংঘ প্রধানের প্রেস দপ্তরের দেয়া এক বিবৃতিতে একথা বলা হয়। খবর তাস’র।
বিবৃতিতে বলা হয়, ‘তারা ইউক্রেনের নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।’
এতে আরো বলা হয়, ‘মহাসচিব মস্কো ও কিয়েভের ব্যাপারে জরুরি ত্রাণ সমন্বয়ক মার্টিন গ্রিফিথের মিশনের উদ্দেশ্য বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী কুলাবাকে অবহিত করেন এবং ইউক্রেনে মানবিক অস্ত্রবিরতি ও দেশটির জনগণকে মানবিক সহায়তা জোরদারে জাতিসংঘের প্রতিশ্রতি পুনর্ব্যক্ত করেন।’
পরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ফোমিন জানান, মস্কোতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকৃত মানবিক বিষয় সমন্বয়ের জন্য জাতিসংঘ দপ্তরের প্রতিনিধির সাথে যৌথ কাজ সফল হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন।



আর্কাইভ