শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে উদ্দীপ্ত মার্কিন রাষ্ট্রদূত
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে উদ্দীপ্ত মার্কিন রাষ্ট্রদূত
৩৬৭ বার পঠিত
মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে উদ্দীপ্ত মার্কিন রাষ্ট্রদূত

---

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পেয়ে আগামী ৫০ বছরে সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ায় প্রত্যাশায় আমি উদ্দীপ্ত। সোমবার (৪ এপ্রিল) ঢাকা-ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির দিনে এক ভিডিও বার্তায় এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত বলেন, আজ যুক্তরাষ্ট্র-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হলো। এখানে থাকতে পেরে দিনটি আপনাদের সঙ্গে উদযাপন করতে পেরে আমি খুবই আনন্দিত। এক কথায় অবিস্মরণীয় এ সময়ে এখানে থাকতে পারা দুর্দান্ত একটা বিষয়। আমাদের অংশীদারিত্ব উদযাপনের আজকের এই চমৎকার দিনে আগামী ৫০ বছরের পথচলার প্রত্যাশা করছি।

বিগত ৫০ বছরে বাংলাদেশ অবিশ্বাস্য অগ্রগতি অর্জন করেছে উল্লেখ করে পিটার হাস বলেন, বাংলাদেশের বিগত ৫০ বছরের অগ্রগতির দিকে তাকালে আমি দেখতে পাই, বাংলাদেশ অবিশ্বাস্য অগ্রগতি অর্জন করেছে। অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য হ্রাসের ক্ষেত্রে অগ্রগতি আপনারা অর্জন করেছেন, এসব সত্যিই চমকপ্রদ এবং আমি খুশি যে বিগত ৫০ বছরের অগ্রগতিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অংশীদার হয়েছে।

ভিডিও বার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেটর এডওয়ার্ড কেনেডির গাছ লাগানোর কথা স্মরণ করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, সম্পর্কের ৫০ বছর উদযাপনের এই দিনে একটি জিনিসের কথা মনে আসছে, যা আমাদের সম্পর্কের সত্যিকার অর্থে প্রতীক হিসেবে প্রকাশ করে। সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেটর এডওয়ার্ড কেনেডির লাগানো গাছ। এটা সেই জায়গা যেখানে অনেক নৃশংসতার ঘটনা ঘটেছিল ও পাকিস্তানী আর্মি এখানকার গাছটি কেটে দিয়েছিল এবং সিনেটর কেনেডি সেই জায়গাতেই আরেকটি গাছ লাগিয়েছিলেন এবং সেটা এখনও সেখানেই আছে।

সম্প্রতি ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেটর এডওয়ার্ড কেনেডির লাগানো গাছটি পরিদর্শন করেন পিটার। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি যখন সেই গাছ দেখতে গিয়েছিলাম তখন মনে হয়েছিল গাছটি আমাদের সম্পর্কের পুরো পথ পরিক্রমাটিই যেন তুলে ধরছে, জানিয়ে দিচ্ছে আমাদের সম্পর্ক কীভাবে এই গাছের মতো দৃঢ় ও মজবুত।

ঢাকা-ওয়াশিংটনের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমাদের একসঙ্গে কাজ করার দুর্দান্ত সব সুযোগ রয়েছে, সেটা মানবাধিকার, গণতন্ত্র, দরিদ্র বিমোচন থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা সব ক্ষেত্রেই।

এ সময় হাস যুক্তরাষ্ট্রের বাংলাদেশি শিক্ষার্থীদের অধ্যয়নের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময় বাড়ছে বলে ভিডিও বার্তায় উল্লেখ করেন।



এ পাতার আরও খবর

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে

আর্কাইভ