শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
সোমবার, ৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » বাগেরহাটে বিশ্ব পানি দিবস পালিত
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » বাগেরহাটে বিশ্ব পানি দিবস পালিত
২৩৯ বার পঠিত
সোমবার, ৪ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে বিশ্ব পানি দিবস পালিত

---

বাগেরহাটে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। সোমবার (৪ এপ্রিল) সকালে বাগেরহাট জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় জলবায়ু বিপর্যয়ের ফলে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে।

একদিকে মিষ্টি পানির সংকট, অন্যদিকে ভূগর্ভস্থ পানিতেও লবণাক্ততার তীব্রতা বৃদ্ধির ফলে উপকূলের প্রান্তিক মানুষ দিশেহারা হয়ে পড়েছে। সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে সরকারকে টেকসই, জনবান্ধব ও পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা অত্যন্ত জরুরি।

আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাফিজ আল আসাদ, পানি উন্নয়ন বোর্ড-এর নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মো. শাহ আলম মিয়াসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ অনেকে।



আর্কাইভ