বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » নারায়ণগঞ্জ সদর উপজেলায় ওকাপের মতবিনিময় সভা
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ওকাপের মতবিনিময় সভা
সেবা প্রদানকারী সংস্থা ও অন্যান্য স্টোকহোল্ডারদের সাথে মতবিনিময় করেছে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)। সভায় ভুক্তভোগী নারী প্রবাসীদের পূর্নবাসন ও প্রবাসীদের সহযেগিতামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরার সভাপতিত্বে এবং ওকাপ চেয়ারম্যান শাকিরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ বিশ্বাস।
মতবিনিময় সভায় সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বিদেশে নারী জনশক্তি প্রেরণের পূর্বে তাদের প্রশিক্ষন এবং যারা ভুক্তভোগী হয়ে ফিরে আসেন তাদের পূর্নবাসন নিয়ে আলোচনা করেন। এসময় উপজেলায় কর্মক্ষম নারীদের জন্য টেকসই কর্মসংস্থানের লক্ষ্যে সেবা প্রদানকারী সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সাথে সমন্বয় করার বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা বলেন, ওকাপ যেই কাজটি চালিয়ে যাচ্ছে সেটি নিঃসন্দেহে প্রশংসনীয়। যারা বিদেশ যেতে আগ্রহী এবং যারা বিদেশ থেকে ফিরে এসেছেন তাদের সহযোগিতা করতে কাজ করছে ওকাপ। তবে তাদের প্রতি আমার পরামর্শ থাকবে তারা যেই এলাকায় কাজ করবে সেই এলাকার বাড়ি বাড়ি গিয়ে প্রবাসীদের সম্পর্কে খোঁজ নিতে এবং কারা বিদেশ থেকে ফিরে এসেছেন। প্রথমদিকে এই কাজটি সহজ না হলেও আমাদের সহায়তা নিয়ে কাজ চালিয়ে গেলে তা বাস্তবায়ন সম্ভন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, প্রজেক্ট ম্যানেজার তানজিলা তাবাসসুম, প্রজেক্ট অফিসার শহীদুল ইসলাম, ট্রেইনার মৌমিতা গোস্বামী ও বিথী আক্তার প্রমুখ।