শনিবার, ২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » নাফ নদীর জলসীমায় ‘গোলাগুলি’, দুই মিয়ানমার নাগরিক আটক
নাফ নদীর জলসীমায় ‘গোলাগুলি’, দুই মিয়ানমার নাগরিক আটক
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর জলসীমায় গোলাগুলির পর ১ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৫৪ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বিজিবি। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়।
শনিবার (২ এপ্রিল) ভোররাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাফ নদীর জালিয়ারদ্বীপ জলসীমায় এ অভিযান চালানো হয়।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার মংডু থানার রোহিঙ্গা ডং এলাকার মো. সিরাজ উদ্দিনের ছেলে মো. জুবায়ের আহমদ (২২) এবং একই জেলার নাগপুরা থানার ধাওনখালী এলাকার মৃত আব্দুল গণির ছেলে মো. রফিক (২৩)।
শেখ খালিদ বলেন, শনিবার ভোররাতে নাফ নদীর টেকনাফের জালিয়ারদ্বীপ জলসীমা দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি চালান পাচার হয়ে আসার খবরে বিজিবির দুটি দল অভিযান চালায়। একপর্যায়ে মিয়ানমারের শোয়ারদ্বীপ এলাকা থেকে হস্তচালিত একটি নৌকা জলসীমার শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের জালিয়ারদ্বীপের দিকে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিত টের পেয়ে নৌকাটির দিক পরিবর্তন করে মিয়ানমার সীমান্তের দিকে পালানোর চেষ্টা চালায়।
‘এ সময় বিজিবির সদস্যরা নৌকাটি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে নৌকায় থাকা একজন লাফ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে পাচারকাজে ব্যবহৃত নৌকাটি জব্দ করে দুজনকে আটক করা হয়। নৌকাটিতে তল্লাশি চালালে পাটাতনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ৫৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক মূল্য ৬ কোটি ৯৭ লাখ টাকা।’
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।