শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
শুক্রবার, ১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » দেশের ভালো পাকিস্তানপ্রেমীদের পছন্দ হচ্ছে না: আইনমন্ত্রী
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » দেশের ভালো পাকিস্তানপ্রেমীদের পছন্দ হচ্ছে না: আইনমন্ত্রী
১৩৩ বার পঠিত
শুক্রবার, ১ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের ভালো পাকিস্তানপ্রেমীদের পছন্দ হচ্ছে না: আইনমন্ত্রী

---

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, পাকিস্তানের চেয়ে অনেক ভালো আছে বাংলাদেশ–এটা পাকিস্তান প্রেমিক-প্রেমিকাদের পছন্দ হচ্ছে না।

তিনি বলেন, তারা চায় বাংলাদেশকে দাবিয়ে রাখতে। তারা জানে না, বাংলাদেশের সন্তানরা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধুর সন্তান। বাংলাদেশের জনগণকে দাবিয়ে রাখতে পারবে না।

শুক্রবার (১ এপ্রিল) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা টি আলী কলেজ মাঠে পৌর আওয়ামী লীগ আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় আইনমন্ত্রী বলেন, যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, সেই দল বিএনপি কোনো কিছু বুঝে না-বুঝে লাফালাফি শুরু করেছে।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার সঙ্গে আছে। আপনারা জনগণের কাছে কোনো জায়গা পাবেন না।

বিএনপির সমালোচনা করে আনিসুল হক বলেন, আপনারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছেন। সেই সুযোগ আর পাবেন না। জনগণ সম্পূর্ণ প্রস্তুত। তারা আপনাদের ষড়যন্ত্রের জবাব দেবে।

পদ্মা সেতু প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশের জনগণের মর্যাদা সারা বিশ্বে বেড়েছে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরই বাংলাদেশ উন্নয়নের স্বপ্ন দেখেছে। অনেক ষড়যন্ত্রের পর আজ শেখ হাসিনা পদ্মা সেতু বানিয়েছেন। আগামী জুনের পর পদ্মা সেতু উদ্বোধন করা হবে। দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের নতুন দিগন্ত সৃষ্টি হবে।

বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, যত ধরনের সূচক আছে, সব সূচকে বাংলাদেশ এগিয়ে গেছে। শেখ হাসিনার স্বপ্ন অনুযায়ী, ২০২১ সালে আমরা মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছি। প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী, আগামী ২০৪১ সালে আমরা উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াব। এ জন্য বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আইনমন্ত্রী।

কসবা পৌর আওয়ামী লীগের সভাপতি শফিউল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, যুগ্ম আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূঁইয়া বকুল, কসবা পৌরসভার চেয়ারম্যান এম জে হাক্কানী, সাবেক পৌর চেয়ারম্যান এমরান উদ্দিন জুয়েল, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনির হোসেন, ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন প্রমুখ।

এদিকে সম্মেলন কেন্দ্র করে সকাল ১০টা থেকে সম্মেলনস্থল কসবা টি আলী কলেজ মাঠ মিছিল সহকারে দলীয় নেতাকর্মীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে।



আর্কাইভ