শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » স্পীকারের সাথে ভিভেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » স্পীকারের সাথে ভিভেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
২১৪ বার পঠিত
বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্পীকারের সাথে ভিভেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

---

ঢাকা, ৩১ মার্চ ২০২২: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে ভিভেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের অংশ হিসেবে ভিভেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ডিরেক্টর ড. অরবিন্দ গুপ্তা, সেন্টার হেড ল্যাঃ জেঃ রবি কুমার শাওনি, সেন্টার হেড ড. শ্রীরাধা দত্ত এবং বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিয়নাল স্টাডিজের চেয়ারম্যান এ এস এম শামসুল আরেফিন সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় পংকজ দেবনাথ এমপি ও তানভীর শাকিল জয় এমপি উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ভারত-বাংলাদেশ সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের অভূতপূর্ব ও চলমান উন্নয়ন কার্যক্রম, বাংলাদেশের স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসা-বাণিজ্যের প্রসার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পীকার বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। মুজিব শতবর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এদেশ সফর ভারত-বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ককে আরো জোরদার করেছে। ভারতের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক, সামাজিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। দুই দেশেরই ইতিহাস, সংস্কৃতি, ভাষার মিল রয়েছে বলে উল্লেখ করেন স্পীকার।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন, প্রত্যন্ত গ্রামাঞ্চলে শতভাগ বিদ্যুতায়ন, মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন, বিদ্যুৎ সুবিধার কারণে তাদের অর্থনৈতিক অগ্রগতি, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন-গৃহহীনদের আবাসস্থল নির্মাণ ইত্যাদি বহুমুখী পদক্ষেপের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করেছেন। কেউ পেছনে পড়ে থাকবে না-এ কথাটির শতভাগ বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী সদা সচেষ্ট।

ভারত বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক স্মরণ করে ড. অরবিন্দ গুপ্তা বলেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী বৈদেশিক নীতি ও বন্ধুত্বপূর্ণ মনোভাব অতুলনীয়। কোভিডকালীন সময়ে তার গৃহীত পদক্ষেপের কারণে বাংলাদেশে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল যা তার বিচক্ষণতার পরিচায়ক।

বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের নান্দনিক সৌন্দর্যের প্রশংসা করে শ্রীরাধা দত্ত বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত। সংরক্ষিত নারী সংসদ সদস্য ছাড়াও বাংলাদেশে উল্লেখযোগ্য নির্বাচিত নারী সংসদ সদস্য রয়েছে যা অনুসরণীয়।

ল্যাঃ জেঃ রবি কুমার শাওনি বলেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সামগ্রিক উন্নয়নে যেভাবে কাজ করছেন, তাতে তিনি বিশ্বের কাছে একজন রোল মডেল।

স্পীকার বলেন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রশমনে বর্তমান সরকার ব্যাপকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে ভারতের অব্যাহত সহযোগিতা কামনা করেন স্পীকার।

এসময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে

আর্কাইভ