শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » বিশ্বে করোনায় আরও ৪ হাজার মৃত্যু, আক্রান্ত পৌনে ১৬ লাখ
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » বিশ্বে করোনায় আরও ৪ হাজার মৃত্যু, আক্রান্ত পৌনে ১৬ লাখ
১৬০ বার পঠিত
বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বে করোনায় আরও ৪ হাজার মৃত্যু, আক্রান্ত পৌনে ১৬ লাখ

---

করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ১৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মোট মৃত্যু হয়েছে ৬১ লাখ ৬১ হাজার ৩৯৬ জনের।

এ ছাড়া নতুন করে আরও ১৫ লাখ ৭০ হাজার ৫৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৪৮ কোটি ৬৬ লাখ ৭৫ হাজার ১১২ জন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫২৮ জন এবং মারা গেছেন ৪৩২ জন। যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৬২৭ জন এবং সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ৩২২ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৩৬৭ জন এবং মারা গেছেন ৩০৫ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১৪৫ জন এবং মারা গেছেন ৩৫২ জন। ব্রাজিলে মারা গেছেন ২৭৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৯৩৭ জন। ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ২৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৭ জন।

তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ২৪ জন এবং মারা গেছেন ১৪৯ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৬২১ জন এবং মারা গেছেন ১৭০ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৪০ জন এবং মারা গেছেন ১১৮ জন।

এ ছাড়া ফ্রান্সে ১৪৯ জন, জাপানে ৮২ জন, যুক্তরাজ্যে ২১৩ জন, হংকংয়ে ১৩৫ জন, ইরানে ৪৯ জন, পোল্যান্ডে ১০১ জন, মালয়েশিয়ায় ৩৩ জন, মেক্সিকোতে ৮৪ জন এবং থাইল্যান্ডে ৮৭ জন মারা গেছেন।

আগের দিন বুধবার (৩০ মার্চ) বিশ্বব্যাপী করোনায় ৪ হাজার ১৫ জনের মৃত্যু এবং ১৫ লাখ ৪৮ হাজার ৭৪ জন আক্রান্ত হয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি



আর্কাইভ