বুধবার, ৩০ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » টিসিবির পণ্য বিক্রির শেষ দিনে শান্তিপূর্ণভাবে বিতরণ
টিসিবির পণ্য বিক্রির শেষ দিনে শান্তিপূর্ণভাবে বিতরণ
নেত্রকোনায় সদর উপজেলার ১২টি ইউনিয়নসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রথম পর্যায়ের ২৬ হাজার ১৮৮ জনের মধ্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের শেষ দিনে ছিল না কোনো ভিড়।
বুধবার (৩০ মার্চ) বেলা ১১টা থেকে শহরের সাতপাই স্টেডিয়াম মাঠ, মোক্তারপাড়াসহ বিভিন্ন ইউনিয়নের বাজারগুলোতেও একযোগে সরকারের ভর্তুকিতে সুলভমূল্যে পণ্য বিক্রি হয়েছে।
দিন যাওয়ার সঙ্গে সঙ্গে পণ্য বিক্রি কার্যক্রমেও সুশৃঙ্খল পরিবেশ ফিরে আসায় শান্তিপূর্ণভাবে বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। ডিলাররাও স্বস্তিতে বিক্রি করতে পেরে সন্তোষ প্রকাশ করছেন। এদিকে ক্রেতারাও লাইনে দাঁড়াতে হচ্ছে না বলে গৃহীত উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করেন। সময়ক্ষেপণ না করে এসেই পণ্য নিয়ে যেতে পেরে তারাও অত্যন্ত খুশি।
পৌর শহরের প্রতিটি ওয়ার্ড ভাগ করে তালিকা প্রস্তত এবং বিক্রি করায় মানুষের ভোগান্তি কমেছে বলেও জানান ক্রেতারা।
স্টেডিয়াম মাঠের বিক্রেতা ডিলার নয়ন ভদ্র জানান, ‘এখন টাকার হিসাব মিলছে। প্রথম পর্যায়ে ভিড় এবং বিশৃঙ্খলার জন্য আমাদের লস হয়েছে। এটিকে সুশৃঙ্খল পর্যায়ে এনে দিয়ে পৌরসভা একটি ভালো কাজ করেছে। আমরা হিসাব বুঝে পাচ্ছি। পাশাপাশি ক্রেতারা পণ্য কিনে খুশি হচ্ছেন। এটাই বড় বিষয়।’
নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম জানান, শেষ পর্যায়ের পৌরসভার সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ১ হাজার ৪৫৯ জনকে বিভিন্ন পয়েন্টে পণ্য দেওয়া হযেছে। যাতে কাউকে লাইনে দাঁড়াতে না হয় সে কারণে সাতপাই আধুনিক স্টেডিয়ামের পাশাপাশি মোক্তারপাড়া মাঠে দেওয়া হচ্ছে পণ্য।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে ১৬ হাজার ৬৫৯ এবং নেত্রকোনা পৌরসভার ৯ হাজার ৫২৯ জনের মধ্যে টিসিবি প্রথম পর্যায়ে পণ্য বিক্রি শেষ হয়েছে।