রবিবার, ২৭ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » কক্সবাজারে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক আটক
কক্সবাজারে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক আটক
কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্প থেকে একটি বিদেশি পিস্তলসহ এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রোববার (২৭ মার্চ) ভোররাতে উখিয়া উপজেলার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৭ ব্লকে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ১৪ এপিবিএন-এর অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক। আটক আলী জোহার (২০) উখিয়ার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-২ ওয়েস্ট-৫-এর বাসিন্দা মৃত আলী আহাম্মদের ছেলে।
পুলিশ সুপার নাইমুল বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এপিবিএন অস্ত্র ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
রোববার ভোররাতে কুতুপালং ২-ইস্ট ও কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন-এর একটি দল অভিযান চালায়। এতে ওই এলাকায় এক যুবককে সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে এপিবিএন সদস্যরা আটক করেন।
নাইমুল আরও বলেন, আটক যুবককে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দেয়, তার কাছে বিদেশি আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে। পরে তার দেওয়া তথ্যমতে, কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৭ ব্লকের জনৈক শফিকের পরিত্যক্ত ঘরের ছাউনির নিচ থেকে কালো পলিথিন মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। পিস্তলটি ভারতের তৈরি।
আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান এপিবিএন-এর এ কর্মকর্তা।