রবিবার, ২৭ মার্চ ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » চার দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী
চার দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী
চার দিনের সরকারি সফরে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে এসে পৌঁছেছেন।
স্থানীয় সময় রোববার (২৭ মার্চ) সকালে কুয়ালালামপুর বিমানবন্দরে মন্ত্রীকে অভ্যর্থনা জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।
বিমানবন্দরে এই সময় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক মো. অহিদুর রহমান অহিদসহ নেতাকর্মীরা।
চার দিনের এই সরকারি সফরে মন্ত্রীর সঙ্গে রয়েছেন তার পিএস আহমদ কবির।
আগামী ২৮-৩১ মার্চ কুয়ালালামপুরে ডিএসএ-র আয়োজনে অনুষ্ঠেয় ‘প্রতিরক্ষা পরিষেবা এশিয়া’ এবং ‘জাতীয় নিরাপত্তা এশিয়া’র প্রদর্শনী ও সম্মেলনে অংশ নেবেন তিনি।
ইমরান আহমদ কুয়ালালামপুরে আওয়ামী লীগের উদ্যোগে এক অনুষ্ঠানে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা যায়।
দক্ষিণ-পূর্ব এশিয়ার অগ্রসরমান দেশ মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য, বন্ধুত্ব আর শ্রম সম্পর্কের নতুন দিক উন্মোচিত হবে এই সফরে–এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।