শুক্রবার, ২৫ মার্চ ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে শুক্রবার (২৫ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। শামসুন্নাহারদের জন্য এটি অঘোষিত ফাইনাল। এ ম্যাচে ২-০ গোলে জয় পেলেই শিরোপা লাল-সবুজের প্রতিনিধিদের শোকেসে উঠবে। চ্যাম্পিয়ন হতে ভারতের প্রয়োজন কেবল ড্র।
তিন জাতির এই টুর্নামেন্টে এখন ভারতের পয়েন্ট ৯, বাংলাদেশের পয়েন্ট ৬। এ ম্যাচে ভারতের বিপক্ষে জয় পেলে শামসুন্নাহারদের পয়েন্ট হবে ৯। পাশাপাশি হেড টু হেডে দুদলই একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ জিতবে। সে ক্ষেত্রে চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য গোল ব্যবধান বিবেচিত হবে।
সবশেষ ম্যাচে নেপালের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছিল বাংলাদেশ। শুরুতে এক গোলে পিছিয়ে গেলেও ২-১ ব্যবধানে জয় তুলে নেয় গোলাম রব্বানী ছোটনের দল। চতুর্থ মিনিটেই আমিশা কারকির গোলে এগিয়ে যায় নেপাল। সতীর্থের পাস ধরে আক্রমণে ওঠা এই ফরোয়ার্ডকে আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন গোলরক্ষক রুপনা চাকমা। তাকে কাটিয়ে ফাঁকা পোস্টে লক্ষ্যভেদ করেন কারকি। অন্য দিকে বাংলাদেশের মেয়েদের প্রথম সাফল্য পেতে রীতিমতো ঘাম ঝরাতে হয়।
ম্যাচের ২০ মিনিটে কর্নারের পর উন্নতি খাতুনের দুটি শট প্রতিহত হয় রক্ষণে। ৩৬ মিনিটে বাংলাদেশের আরেকটি ভালো সুযোগ নষ্ট হয়। এবার একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে আকলিমা খাতুন গোলরক্ষক বরাবর শট নেন। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া বাংলাদেশের সুবর্ণ সুযোগ নষ্ট হয় ৬৫ মিনিটে।
বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা শামসুন্নাহারের পাসে বক্সে গোলরক্ষককে একা পেয়েও আকলিমা এবং বদলি নামা হালিমা খাতুন কেউই শট নিতে পারেননি। পরের মিনিটেই কর্নার থেকে হেডে সমতার স্বস্তি ফেরান শামসুন্নাহার। চাপ ধরে রেখে ৮৩ মিনিটে এগিয়ে গিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।