বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » “মরহুম ইলিয়াস আহমেদ চৌধূরী’র পক্ষে স্বাধীনতা পুরস্কার-২০২২ গ্রহণ করলেন চীফ হুইপ নূর-ই আলম চৌধূরী এমপি”
“মরহুম ইলিয়াস আহমেদ চৌধূরী’র পক্ষে স্বাধীনতা পুরস্কার-২০২২ গ্রহণ করলেন চীফ হুইপ নূর-ই আলম চৌধূরী এমপি”
“মরহুম ইলিয়াস আহমেদ চৌধূরী’র পক্ষে স্বাধীনতা পুরস্কার-২০২২ গ্রহণ করলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধূরী এমপি।”
১৯৭০ সালের প্রাদেশিক পরিষদের সদস্য বাংলাদেশের সংবিধান প্রণয়নের স্বাক্ষরদাতা, প্রথম জাতীয় সংসদ(১৯৭৩) , পঞ্চম জাতীয় সংসদ (১৯৯১) এর সংসদ সদস্য মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী’কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মুক্তিযুদ্ধ ও স্বধীনতার ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার-২০২২ প্রদান করেছে।
আজ রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে মরহুম ইলিয়াস আহমেদ চৌধূরীর জ্যেষ্ঠ পূত্র জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধূরী এমপি এ পুরস্কার ও সম্মাননা স্মারকপত্র গ্রহণ করেন। এসময় মরহুম ইলিয়াস আহমেদ চৌধূরীর অন্য দুই পূত্র মজিবর রহমান চৌধূরী (নিক্সন), রিপন চৌধূরী এবং দৌহিত্র আয়মান চৌধুরী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মরহুম ইলিয়াস আহমেদ চৌধূরী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিব বাহিনীর কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মরহুম ইলিয়াস আহমেদ চৌধূরী ১৯৩৬ সালের ১৪ ডিসেম্বর তৎকালীন ফরিদপুর বর্তমান মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং ১৯৯১ সালের ১৯ মে মৃত্যুবরণ করেন।