বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | রাজনীতি | শিরোনাম » বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করাই বিএনপি-জামায়াতের লক্ষ্য
বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করাই বিএনপি-জামায়াতের লক্ষ্য
বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করাই বিএনপি-জামায়াতের লক্ষ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বৃহস্পতিবার (২৪ মার্চ) কক্সবাজার পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, তারা (বিএনপি-জামায়াত) রাষ্ট্র ক্ষমতায় থাকতে সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিনই বলেন, দেশে মেগা প্রজেক্টের নামে নাকি মেগা দুর্নীতি হচ্ছে। অথচ বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন তো তারা উন্নয়ন করতে পারেনি। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই- তারা ক্ষমতায় থাকতে ভালো কাজ করেছে, এমন একটা উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলুক। আজকে পর্যন্ত তারা বলতে পারেনি। নিজেরা ক্ষমতায় থেকেও কিছু করতে পারেনি। এজন্য আজ তারা প্রতিদিন উন্নয়নের বিরোধিতা করে কথা বলে।
বিএনপি-জামায়াতের যেকোনো ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে হানিফ বলেন, আমাদের লক্ষ্য একটাই, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়া। জননেত্রী শেখ হাসিনা আমাদের উন্নয়নের শেষ ঠিকানা। শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র ভেদ করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব।
সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নজিবুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উজ্জ্বল কর। এতে কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন