শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
N2N Online TV
বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা গেছে : পরিকল্পনামন্ত্রী
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা গেছে : পরিকল্পনামন্ত্রী
১৪৩ বার পঠিত
বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা গেছে : পরিকল্পনামন্ত্রী

---

সরকারের দ্রুত পদক্ষেপে দ্রব্যমূল্যে লাগাম টেনে ধরা গেছে মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বর্তমান সময়ে সবকিছুর দাম বাড়ানোর বিষয়টি পরিলক্ষিত হচ্ছে। তা মোকাবিলায় সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

এসময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব কবির মিলন, তাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, পণ্য কেনাকাটায় ভোক্তাদের আরও সচেতন হওয়ার প্রয়োজন। জনগণের সামনে অনেক সমস্যা রয়েছে। জনগণের মধ্যে মূল্য নিয়েও অসন্তোষ রয়েছে। তবে পণ্যের মান ও মূল্য সঠিক রয়েছে কিনা এ বিষয়ে ভোক্তাদের আরও বেশি সচেতন হতে হবে।

মন্ত্রী বলেন, পণ্যের দামের স্থিতিশীল অবস্থার বিষয়ে কাজ করতে হবে। এ বিষয়ে ভোক্তা পর্যায়েসহ কনসাস কনজুমার সোসাইটি সিসিএসকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, রমজান এলে পণ্যের দাম বেড়ে যায়। কারণ রমজানে ভোক্তারা প্রতিযোগিতা ধরে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ে। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। অধিক কেনাকাটার বৈজ্ঞানিক কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এছাড়া ব্যবসায়ীরাও বেশি মুনাফার জন্য পুরাতন পণ্য বিক্রি ও মিথ্যা বলে তা বিক্রির চেষ্টা করে। গুণগত মান নিয়ে প্রশ্ন দেখা দেয়। তবে সচেতনতাই বড় বিষয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, জনসম্পৃক্ততা ছাড়া কোনো কিছু সম্ভব নয়।‌ প্রতিনিয়ত প্রতিটি জিনিসের দাম বেড়েই চলেছে। যেমন, রডের দাম, গুড়ো দুধের দাম, বর্তমানে অস্থিরতা তেলের দাম নিয়ে। প্রতিটি জায়গায় ভোক্তারা প্রতারিত হচ্ছে। ২১৭ জন সদস্য দিয়ে ১৮ কোটি জনগণকে সেবা দেওয়া সম্ভব নয়।

তিনি বলেন, ভোজ্যতেলের কারচুপির সঙ্গে যেসব ব্যবসায়ী জড়িত তাদের একটি তালিকা বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।



এ পাতার আরও খবর

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে

আর্কাইভ