সোমবার, ২১ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » বিসিক শিল্প অঞ্চলের কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত করতে আরো যত্নবান হওয়ার সুপারিশ
বিসিক শিল্প অঞ্চলের কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত করতে আরো যত্নবান হওয়ার সুপারিশ
ঢাকা, ২১ মার্চ, ২০২২: একাদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব (Estimate Committee) কমিটির ১৭তম বৈঠক আজ কমিটির সভাপতি উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি’র সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটি সদস্য জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এ.বি.তাজুল ইসলাম এবং আহসান আদেলুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের চলমান প্রকল্প সম্পর্কিত ৮ম বৈঠকে গৃহিত সুপারিশ বাস্তবায়ন এবং চলমান প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বিসিক শিল্প অঞ্চলের উন্নয়ন আশানুরূপ না হওয়ায় আরো যত্নবান হওয়ার সুপারিশ করা হয়। চলমান প্রকল্পের কাজ শুরুর পূর্বে গুরুত্ব বিবেচনা করে সঠিক কর্মপরিকল্পনা তৈরীর পরামর্শ দেয়া হয়।
দেশের বিভিন্ন এলাকায় গৃহীত প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করে প্রকল্পের মেয়াদ বৃদ্ধির কারণে আর্থিক ব্যয় বৃদ্ধির প্রবণতা হ্রাস করার সুপারিশ করা হয়।
বৈঠকের শুরুতেই কমিটির পক্ষ থেকে জাতির পিতাকে স্মরণ করে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে আত্নত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব ও মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, আইএমইডি’র কর্মকর্তাবৃন্দ ও প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানগণসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।