শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
রবিবার, ২০ মার্চ ২০২২
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ দুই মাদক কারবারি গ্রেফতার
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ দুই মাদক কারবারি গ্রেফতার
১৩৪ বার পঠিত
রবিবার, ২০ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ দুই মাদক কারবারি গ্রেফতার

---

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অস্ত্র ও মাদকসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (২০ মার্চ) ভোরে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ধারালো অস্ত্র ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার দুজন হলেন - শৈলকুপা উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত মোশাররফ শেখের ছেলে বেল্লাল হোসেন (৩৫) ও হাবিবপুর গ্রামের মৃত মজিদ শেখের ছেলে সিজান (২২)।

ঝিনাইদহ র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর শরিফুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে গাড়াগঞ্জ বাজার এলাকায় মাদক কারবারিরা মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল সেখানে অভিযান চালায়। বাস স্ট্যান্ডের পাশের একটি দোকানের সামনে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বেল্লাল হোসেন এবং সিজানকে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, তিনটি মোবাইল ফোন, একটি ধারালো অস্ত্র ও মাদক বিক্রির বিপুল পরিমাণ টাকা জব্দ করা হয়। আটক দুজনের বিরুদ্ধে কুষ্টিয়া ও ঝিনাইদহের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। র‌্যাবের পক্ষ থেকে মামলা করে্ও তাদের শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে।



আর্কাইভ