রবিবার, ২০ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ফরিদপুর | শিরোনাম » ফরিদপুরে ৭৭ হাজার পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ শুরু
ফরিদপুরে ৭৭ হাজার পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ শুরু
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ফরিদপুর জেলায় ৭৭ হাজার ৬০৫ টি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টা থেকে আনুষ্ঠানিক ভাবে এই খাদ্যপণ্য দেওয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন।
এ উপলক্ষে শহরতলীর কোমরপুর এলাকার আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ে ফরিদপুর পৌর এলাকায় ২ নম্বর ওয়ার্ড থেকে উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিতি ছিলেন- জেলা প্রশাসক অতুল সরকার, পৌর মেয়র অমিতাব বোস, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ ।
জেলা প্রশাসক জানান, আজ থেকে (রবিবার) ফরিদপুর জেলার ২৬টি স্পটে এসব পণ্য বিক্রি শুরু হয়েছে। ফরিদপুরে টিসিবির ৬২ জন ডিলারের মাধ্যমে প্রতিটি পৌরসভা ও ইউনিয়ন সদরে ৩০ মার্চ পর্যন্ত চলবে এ পণ্য বিক্রি। এ কর্মসূচীর আওতায় প্রতিটি পরিবার ৪৬০ টাকায় ২ লিটার তেল, ২ কেজি ডাল ও ২ কেজি চিনির একটি করে প্যাকেজ কিনতে পারবেন। প্রতিটি উপকারভোগী পরিবারের ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই সুবিধা গ্রহণ করতে পারবে।