শনিবার, ১৯ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বরিশাল | শিক্ষা ও প্রযুক্তি | শিরোনাম » কোভিড কালিন ঘাটতি একটি শিক্ষাবর্ষেই পুরোটা কাটিয়ে উঠা যাবেনা - শিক্ষা মন্ত্রী
কোভিড কালিন ঘাটতি একটি শিক্ষাবর্ষেই পুরোটা কাটিয়ে উঠা যাবেনা - শিক্ষা মন্ত্রী
বরিশাল বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন,কোভিড-১৯ এর ব্যপকতাকালে অনলাইন এবং টেলিভিশনের মাধ্যমে আমরা ৬০-৬৫ ভাগের বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারিনি। আর অ্যাসাইনেমেন্টের মাধ্যমে আমরা ৯৩ ভাগের মতো শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পেরেছিলাম। কাজেই কিছু ঘাটতি তো আমাদের শিক্ষার্থীদের হয়েছেই। একটি শিক্ষাবর্ষেই হয়তো সেটি পুরোটা কাটিয়ে উঠা যাবেনা।
আমরা শিক্ষা মন্ত্রণালয় পুরোদমে কাজ শুরু করেছি। অ্যাসাইনমেন্ট এর মাধ্যমে আমরা বুঝতে পারছি কোথায় কি ঘাটতি আছে, আর শিক্ষকরাও অ্যাসেস করছেন। সারাবিশ্বেই ক্ষতি হয়েছে, আশাকরি শিক্ষক-অভিভাবকসহ সকলের সহযোগীতায় নিশ্চয়ই আমরা ঘাটতি পুষিয়ে উঠতে পারবো।
শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি-এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী-এমপি,সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা-এমপি, সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রনালয়ের কর্মকর্তাগণ বিমান বন্দর ও এর পার্শবর্তী ভাঙ্গণকবলিত এলাকা পরিদর্শন করেন।