শনিবার, ১৯ মার্চ ২০২২
প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য | ছবি গ্যালারী | টাঙ্গাইল | শিরোনাম » টাঙ্গাইলে সবজির সরবরাহ বাড়ায় দামও বেশ সস্তা
টাঙ্গাইলে সবজির সরবরাহ বাড়ায় দামও বেশ সস্তা
টাঙ্গাইলের বাজারে সবজির সরবরাহ বাড়ায় দামও বেশ সস্তা। তবে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের বাজার এখনো নিয়ন্ত্রণহীন। তাই তো রমজানের আগেই বাজার তদারকি জোরদারের দাবি ক্রেতাদের।
ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরগরম টাঙ্গাইলের পৌর পার্ক বাজার। এখানে মিলছে শিম, পেঁপে, আলু, বেগুনসহ নানা ধরনের টাটকা সবজি।
সরবরাহ ভালো থাকায় দামেও স্বস্তি। প্রকারভেদে বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে। তবে রমজানের আগেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন ক্রেতারা।
এ বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৩০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, শিম ২০ টাকা, টমেটো ৩০ টাকা, আলু ২০ টাকা, বেগুন ১০ টাকা, গাজর ২৫ টাকা, কুমড়া ২০ টাকা, পেঁপে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে বাজারের নানা সমস্যার কথা উল্লেখ করে সেগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাজারের ইজারাদার মো. ইছাক আলী।
উল্লেখ্য, টাঙ্গাইলের এ বাজারে ৫ হাজার দোকান রয়েছে। প্রতিদিন এখানে প্রায় ২ কোটি টাকার সবজি বেচাকেনা হয়।