শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » মেহেরপুরে দুই মাদক ব্যবসায়ীর ৫ বছর কারাদণ্ড
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » মেহেরপুরে দুই মাদক ব্যবসায়ীর ৫ বছর কারাদণ্ড
১৩২ বার পঠিত
মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেহেরপুরে দুই মাদক ব্যবসায়ীর ৫ বছর কারাদণ্ড

---

ফেন্সিডিল রাখার অভিযোগে টকলু ও শরিফুল ইসলাম নামের দুই মাদক ব্যবসায়ীকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল দ্বিতীয় আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ আদেশ দেন।
টকলু মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর মধ্য পাড়া গ্রামের শামসুল হকের ছেলে এবং শরিফুল ইসলাম কাজিপুর কাছারিপাড়া উজির আলীর ছেলে। সাজাপ্রাপ্ত শরিফুল ইসলাম পলাতক রয়েছে, শরিফুলকে আটকের দিন থেকে তার সাজা কার্যকর হবে বলেও আদেশ দিয়েছে আদালত।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ২ ডিসেম্বর মেহেরপুর ডিবি পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর নামক স্থানে অভিযান চালায়। এসময় ডিবি পুলিশ টকলু শরিফুলকে গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ওই ঘটনায় ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট এর ২৫ (বি) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করেন।



আর্কাইভ